'চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে...!' পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইমরান খানের বোনেদের, তদন্তের দাবি

Last Updated:

Imran Khan Sisters: ইমরান খানের বোনেরা অভিযোগ করেছেন, তাঁরা শান্তভাবে জেলের বাইরে বসে থাকাকালীন পুলিশ হঠাৎ করেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে।

ইমরান খানের বোনদের উপর পুলিশের নৃশংস হামলা, তদন্তের দাবি!
ইমরান খানের বোনদের উপর পুলিশের নৃশংস হামলা, তদন্তের দাবি!
আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে, ইমরানের তিন বোনকে বেধড়ক মারধর করে পুলিশ এমনটাই অভিযোগ। ইমরান খানের তিন বোন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সঙ্গে আদিয়ালা জেলের বাইরে গত সপ্তাহে পুলিশের তরফে “নৃশংস” এবং অপ্ররোচিত আক্রমণের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ইমরান খানের বোনেরা অভিযোগ করেছেন, তাঁরা শান্তভাবে জেলের বাইরে বসে থাকাকালীন পুলিশ হঠাৎ করেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে।
বহু মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবারের দেখা করার অনুমতি গত এক মাস ধরে বন্ধ। বহুবার আবেদন করেও অনুমতি না পাওয়া যাওয়ায় তাঁর বোনেরা—নুরিন নিয়াজি, আলিমা খান এবং ড. উজমা খান—পিটিআই কর্মীদের সঙ্গে জেলের বাইরে অবস্থান করছিলেন।
advertisement
advertisement
বোনেদের অভিযোগ, তাঁরা শান্তভাবে বসে থাকতেই পুলিশ সদস্যরা তাঁদের উপর “ঝাঁপিয়ে” পড়ে। পিটিআই এই ঘটনাকে বর্ণনা করেছে—“ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনই যেন অপরাধ”, যার কারণেই এই দমনপীড়ন।
পাঞ্জাব পুলিশপ্রধান উসমান আনোয়ারকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিন বোন অভিযোগ করেছেন, হামলাটি ছিল “নৃশংস ও পরিকল্পিত”, এবং কোনও প্ররোচনা ছাড়াই তা চালানো হয়। নুরিন নিয়াজির দাবি, তাঁরা রাস্তা অবরোধ করেননি বা কোনও বিশৃঙ্খলা তৈরি করেননি; কেবল ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানাতে জড়ো হয়েছিলেন।
advertisement
নিয়াজি বলেন, “আমরা তাঁর শারীরিক অবস্থার উদ্বেগে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। আমরা রাস্তা আটকে দিইনি, গণচলাচলে বাধা সৃষ্টি করিনি, কোনও বেআইনি কাজও করিনি। তা সত্ত্বেও হঠাৎ এলাকায় স্ট্রিটলাইট নিভিয়ে দেওয়া হয়। অন্ধকার সৃষ্টি করা হয় ইচ্ছাকৃতভাবে। তারপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা নৃশংস ও পরিকল্পিত হামলা শুরু করে।”
৭১ বছর বয়সি নিয়াজি জানান, তাঁকে “চুলের মুঠি ধরে টেনে মাটিতে ফেলা হয় এবং রাস্তা দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হয়”, যার ফলে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়ে গেছে। তাঁর দাবি, উপস্থিত অন্যান্য নারীকেও চড়, ধাক্কা এবং টেনে নিয়ে যাওয়ার মতো আচরণ করা হয়েছে।
advertisement
তাঁর কথায়, এই ঘটনা গত তিন বছরে শান্তিপূর্ণ পিটিআই সমর্থকদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের “বিস্তৃত ধারা”র অংশ। নিয়াজির মন্তব্য, “পুলিশের এই আচরণ সম্পূর্ণ অপরাধমূলক, বেআইনি, নৈতিকভাবে নিন্দনীয় এবং গণতান্ত্রিক সমাজে কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মৌলিক দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী।”
তিন বোনের দাবি, পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক অবিলম্বে সংশ্লিষ্ট সব পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে...!' পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইমরান খানের বোনেদের, তদন্তের দাবি
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement