এক্কেবারে ছিঃ, ছিঃ, Zoom ভিডিও কনফারেন্সের সময় সেক্রেটারির সঙ্গে চুটিয়ে সেক্স! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফিলিপিন্সের ভিডিও তাদের দেশ পেরিয়ে এখন সারা পৃথিবীতে সুপার ভাইরাল৷
#নয়াদিল্লি: Zoom ভিডিও কনফারেন্স অ্যাপ এই করোনা আবহে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে৷ লকডাউনেরে জেরে সাধারণ জনজীবন বিপর্যস্ত এই অবস্থায় এই অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে পঠনপাঠন, কাজকর্ম৷ এই অ্যাপে যখন কেউ কনফারেন্সে অংশ নিচ্ছে সেই ব্যক্তি চাইলে নিজের ক্যামেরা অফ রাখতে পারে, তবুও সে মিটিংয়ে অংশ নিতে পারে৷ এই ধরণের ফিচার্স থাকার কারণে অনেকেই একেবারে সঠিক ধরণের অফিস পোশাক না পরও মিটিংয়ে অংশ নিতে পারেন৷
তবে এই ক্যামেরা বন্ধ করেছি মনে করে বন্ধ না করলে একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ এর আগেও জুম মিটিংয়ের মধ্যে একাধিক গণ্ডগোলের ভিডিও ভাইরাল হয়েছে, তবে এবার যা হল তা একেবারে নক্কারজনক৷ ফিলিপিন্সের এক সরকারি আধিকারিক মিটিং চলাকালীন সেক্সে লিপ্ত ছিলেন৷ মিটিং চলাকালীন নিজের সেক্রেটারির সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হন তিনি৷ রোজকার মিটিংয়ের সময় এই কাণ্ডে জোর চাঞ্চল্য৷
advertisement

ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’- র খবর অনুযায়ি ফতিমা দোস গ্রামের কাউন্সিল প্রভিন্সের কর্মকর্তা টেরই পাননি মিটিং চলাকালীন এদিন তিনি ক্যামেরাটি বন্ধ করতে ভুলে গেছেন৷ মিটিং যখন চলছে তখন ঘরের এক কোণে যৌন মিলনে ব্যস্ত রয়েছেন সরকারি ওই আধিকারিক!
advertisement

প্রথমে ভিডিওতে দেখা যায় এস্টিল আস্তে করে কম্পিউটারের কিছু একটা বোতাম টিপছেন, মানে যেভাবে ক্যামেরা অফ করে তার চেষ্টা করছেন৷ এই ভয়াবহ জুম কলটি অগাস্টের ২৬ তারিখ হয়৷ ক্যামেরা অফ আছে ধরে নিয়ে বৈঠক চলাকালীন নিজের সেক্রেটারির সঙ্গে যৌন মিলনের আনন্দে রত ছিলেন তিনি৷ এদিকে অন্যরা তখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন৷
advertisement
এদিকে এস্টিল যৌন মিলন হয়ে যাওয়ার পর আবার মিটিংয়ে যোগ দেন৷ এদিকে অন্য এক সদস্য যিনি মিটিংয়ে যোগ দিয়েছিলেন তার কাছে গোটা মিটিংয়ের বৈঠকের রেকর্ডিং ছিল৷ ধীরে ধীরে এই সেক্স ভিডিও পাবলিক হয়ে যেতে ষুরু করে ৷ আধিকারিকের এই ধরণের নক্কারজনক পদক্ষেপের পর গ্রামবাসীরা তাঁর পদত্যাগ দাবি করেন৷
ভিডিওটি মারাত্মক ভাইরাল হয়ে যায়৷ পাশাপাশি স্থানীয় খবর চ্যানেলগুলিও এই ভিডিও নিয়ে আলোচনা শুরু করে৷ এরপর ওই আধিকারিক ও তাঁর সচিব ২ জনেই ক্ষমাভিক্ষা করেন৷ এই মুহূর্তে এস্টিলকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
স্থানীয় আধিকারিকদের পদাধিকারীরা ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ এদিকে এর আগে ব্রাজিলেও এই একই ধরণের ঘটনা ঘটেছিল৷ যেখানে জুম মিটিং চলাকালীন সেক্স করছিলেন এক ব্যক্তি৷ তিনিও রিও -র সিটি কাউন্সিলের বৈঠকের সময়েই এই ঘটনা ঘটেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2020 9:36 AM IST