হোম /খবর /বিদেশ /
নিখোঁজ ছিলেন ১ মাস ধরে, জঙ্গলের মাঝে পাওয়া গেল ফটোগ্রাফারের মৃতদেহ !

নিখোঁজ ছিলেন ১ মাস ধরে, জঙ্গলের মাঝে পাওয়া গেল ফটোগ্রাফারের মৃতদেহ !

জঙ্গল ও জঙ্গলে থাকা পাখি, পশুর প্রতি অগাধ ভালবাসা ছিল পিটারের ৷

  • Last Updated :
  • Share this:

#নিউইয়র্ক: প্রয়াত জনপ্রিয় ফটোগ্রাফার পিটার বিয়ার্ড ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ ৷ মূলত, ওয়াইল্ড ফটোগ্রাফি করেই গোটা বিশ্বে জনপ্রিয় হয়েছিলেন পিটার ৷ জঙ্গল ও জঙ্গলে থাকা পাখি, পশুর প্রতি অগাধ ভালবাসা ছিল পিটারের ৷ আর সেই জঙ্গলের মাঝেই প্রাণ গেল এই ফটোগ্রাফারের ৷ আফ্রিকা জঙ্গলের ছবি তুলেই মূলত জনপ্রিয় হয়েছিল পিটার ৷

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় একমাস ধরে নিখোঁজ ছিলেন ফটোগ্রাফার পিটার ৷ পরিবারের তরফ থেকে পুলিশের কাছে নিখোঁজ হওয়ার রিপোর্টও করা হয়েছিল ৷ একমাস ঘুরতেই বাড়ির থেকে একটু দূরে এক জঙ্গলের মাঝে তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে ৷

পিটারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পিটার এরকমই মৃত্যু চেয়েছিল ৷ মুক্ত ও প্রকৃতির মাঝে ৷ অনেকে অবশ্য দাবি করেছেন পিটার আত্মহত্যা করেছেন ৷ তবে পিটারের পরিবার এই দাবি নসাৎ করে বলেছে, ৮৫ বছর বয়সে কেন কেউ আত্মহত্যা করবে? পিটার মোটেই অসুখী ছিলেন না !

Published by:Akash Misra
First published:

Tags: Peter Beard, Photographer