নয়াদিল্লি : দীর্ঘ রোগভোগের পর রবিবার প্রয়াত হন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। রবিবার দুবাইয়ের হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মরদেহ পাকিস্তানে আনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। গত বছর থেকেই মুশারফের পরিবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছেন।
দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মুশারফ। চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফ আজ দুবাইয়ের একটি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। পারভেজ মুশারফের পরিবারসূত্রে জানা গিয়েছে, মুশারফ অ্যামিলয়ডোসিসে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। গত দুসপ্তাহ হল তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক জটিলতা ক্রমশই বাড়ছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Pervez Musharraf