হোম /খবর /বিদেশ /
প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ! দুবাইয়ের হাসপাতালে মৃত্যু

Pervez Musharraf Passed Away: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ! দীর্ঘ অসুস্থতার পর দুবাইয়ের হাসপাতালে মৃত্যু

প্রয়াত পারভেজ মুশারফ

প্রয়াত পারভেজ মুশারফ

Pervez Musharraf Passed Away: রবিবার দুবাইয়ের হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

  • Share this:

নয়াদিল্লি : দীর্ঘ রোগভোগের পর রবিবার প্রয়াত হন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। রবিবার দুবাইয়ের হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মরদেহ পাকিস্তানে আনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। গত বছর থেকেই মুশারফের পরিবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছেন।

দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মুশারফ। চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফ আজ দুবাইয়ের একটি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। পারভেজ মুশারফের পরিবারসূত্রে জানা গিয়েছে, মুশারফ অ্যামিলয়ডোসিসে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। গত দুসপ্তাহ হল তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক জটিলতা ক্রমশই বাড়ছিল।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Pakistan, Pervez Musharraf