পেরুতে বিমান দুর্ঘটনা, রানওয়েতে জ্বলল আগুন !

Twitter

Twitter

মঙ্গলবার পেরু-র ফ্রানসিসকো কারলে বিমান বন্দরে দুর্ঘটনার মুখে পড়ল পেরুভিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ৷

  • Last Updated :
  • Share this:

    #লিমা: মঙ্গলবার পেরু-র ফ্রানসিসকো কারলে বিমান বন্দরে দুর্ঘটনার মুখে পড়ল পেরুভিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ৷ মঙ্গলবার স্থানীয় সময় ৪.৩০ নাগাদ জরুরি অবতরণের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে ৷ রানওয়েতে নামার পরই গোটা বিমানে আগুন লেগে যায় ৷ এই বিমানে ছিলেন প্রায় ১৪১ জন যাত্রী ৷

    পেরুভিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪১ যাত্রীকেই সতর্কভাবে বিমান থেকে নামানো হয়েছে ৷ যাত্রীরা সবাই সুস্থ আছেন ৷

    পেরুভিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন প্লেনে আগুন লাগে তা নিয়ে তদন্ত চলছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ‘ডুয়াল গিয়ার’ কাজ না করাতেই এই বিপত্তি ঘটেছে ৷

    মঙ্গলবার গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এই বিমান দুর্ঘটনার ভিডিও ৷ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অযথা এই দুর্ঘটনা নিয়ে গুজব রটানো অনুচিত হবে ৷

    First published:

    Tags: Fire, Peru, Plane Crash