অ্যামাজন থেকে নিজের পছন্দের জিনিস অর্ডার করল টিয়া

Last Updated:
সাতসকালে বাড়ির দরজায় হাজির অ্যামাজনের প্যাকেট। কিন্তু অর্ডার কে দিল ? ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না যুক্তরাজ্যের বাসিন্দা মারিওন উইশনিউস্কি । বাড়ির সবাইকে প্রশ্ন করলেন তিনি, কিন্তু কেউই অর্ডার করেননি। তাহলে অর্ডারটা দিল কে ? হঠাৎ ঘরের এক কোন থেকে রোকো যখন ‘অ্যালেক্সা’ বলে চেঁচিয়ে উঠল তখনই পুরো বিষয় পরিষ্কার হল।
প্রযুক্তি মানুষকে স্মার্ট করেছে। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু টেক স্যাভি পাখির কথা কি শুনেছেন ? রোকো নামের একটি আফ্রিকান গ্রে প্যারট প্রযুক্তি ব্যবহার করে শুধু যে গান শোনে তা নয়, অনলাইনে শপিংও করে।
রোকো-র মালিক বাড়িতে অনুপস্থিত থাকাকালীন অ্যামাজন অ্যালেক্সা ব্যাবহার করে সে নিজের পছন্দমত অনেক জিনিস আনাতে দেয়। খবর সূত্রে জানা গিয়েছে, নিজের পছন্দের স্ন্যাক্স যেমন তরমুজ, কিসমিস, ব্রকোলি ও আইসক্রিমের অর্ডর দিয়েছে। শুধু তাই নয় একটি আলোর বাল্ব এবং ঘুড়িও দিয়েছিল সে। রোকোর সঙ্গে অ্যালেক্সার ভালবাসা এমন যে, রোকো চাইলে গান শোনায় অ্যালেক্সা।
advertisement
advertisement
rocco
এমনিতেই কথা নকল করতে পারার অসামান্য দক্ষতার জন্য আফ্রিকার গ্রে প্যারট তথা ধূসর টিয়া বিখ্যাত।
রোকোর মালিক ম্যারিয়ন উইস্চেনয়স্কি ডেইলি মেলকে জানিয়েছেন, তিনি যখন জানতে পারেন টিয়া কী কাণ্ডটাই ঘটিয়েছে, তিনি আশ্চর্য হয়ে যান। ‘‘অফিস থেকে বাড়ি ফিরে আমি শপিং লিস্ট চেক করতে গিয়ে অবাক হয়ে যাই। তারপরে সবক'টা জিনিসের অর্ডার ক্যানসেল করি।''—বলেন তিনি।
advertisement
rocco 1
তবে এই প্রথমবার টিয়াটি নিজের কাজের জন্য শিরোনামে এল তা নয়। বার্কশায়ারের ন্যাশনাল অ্যানিমাল ওয়েলফেয়ার ট্রাস্ট স্যাংচুয়ারি থেকে রোকোকে পুনর্বাসিত করা হয়। রোকো এত খারাপ ভাষা ব্যবহার করতো যে কর্তৃপক্ষ চিন্তায় ছিলেন হয়তো তার কথা শুনে অন্য পাখিরাও খারাপ ভাষাই শিখবে।
advertisement
ম্যারিয়ন উইস্চেনয়স্কি ওই অভয়ারণ্যেরই একজন কর্মী। তিনিই তখন রোকোকে নিজের অক্সফোর্ডশায়ারের বাড়িতে এনে রাখেন। আদরের পোষ্যের এমন আচরণে কিন্তু মোটেই রেগে যাননি ম্যারিওন। বরং তার বুদ্ধিমত্তার তারিফ করেছেন। তিনি বলেন, ‘আমি কাজ সেরে বাড়ি ফিরলে রোকো রোমান্টিক গান চালিয়ে দেয়। ও খুবই মিষ্টি।'
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অ্যামাজন থেকে নিজের পছন্দের জিনিস অর্ডার করল টিয়া
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement