Afghanistan : তালিবান ত্রাসের মধ্যেও বিগ্রহ ও মন্দির ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে নারাজ কাবুলের শেষ পুরোহিত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কাবুল ছেড়ে ‘নিরাপদ’ কোথাও যেতে চাননি পণ্ডিত রাজেশকুমার (Pandit RajeshKumar ৷ তালিবান তাণ্ডবের (Taliban) মধ্যেও কাবুলেই থেকে যেতে চান ‘রত্তননাথ মন্দিরের’ শেষ পুরোহিত ৷
কাবুল : ডুবন্ত জাহাজ কাবুল (Kabul) ছেড়ে সকলে পালাচ্ছেন ৷ প্রস্তাব এসেছিল তাঁর কাছেও ৷ ব্যবস্থাও করে দেওয়ার জন্য রাজি ছিলেন অনেকে ৷ কিন্তু কাবুল ছেড়ে ‘নিরাপদ’ কোথাও যেতে চাননি পণ্ডিত রাজেশকুমার (Pandit RajeshKumar) ৷ তালিবান তাণ্ডবের (Taliban) মধ্যেও কাবুলেই থেকে যেতে চান ‘রত্তননাথ মন্দিরের’ শেষ পুরোহিত ৷ তাঁর আরাধ্যকে নিয়ে ৷
বলেছেন, ‘‘আমার পূর্বপুরুষরা কয়েকশো বছর ধরে এই মন্দিরে পুজো করেছেন, সেবা করেছেন ৷ এই স্থানকে পরিত্যক্ত করে আমি যাব না ৷ যদি তালিবানরা আমাকে হত্যা করে, আমি তাকেও আমার সেবা বলেই ধরে নেব ৷ রাজেশকুমার জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েক জন তাঁর কাছে এসেছিলেন সাহায্যের প্রস্তাব নিয়ে ৷ নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন ৷ কিন্তু তিনি রাজি হননি ৷
advertisement
Pandit Rajesh Kumar, the priest of Rattan Nath Temple in Kabul:
"Some Hindus have urged me to leave Kabul & offered to arrange for my travel and stay. But my ancestors served this Mandir for hundreds of years. I will not abandon it. If Taliban kiIIs me, I consider it my Seva" — Bharadwaj (@BharadwajSpeaks) August 15, 2021
advertisement
advertisement
শেষ বিন্দু কাবুলের পতন হওয়ার পর থেকেই আফগানিস্তান এখন কার্যত তালিবানিস্তান ৷ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি ৷ পালানোর রাস্তা খুঁজতে বিমানের সঙ্গে ঝুলে পড়তেও দ্বিধা করছেন না অসহায় কাবুলবাসী ৷ বিমান থেকে তাঁদের দেহ খসে পড়ার ছবি দেখে আঁতকে উঠছে বিশ্ব ৷ নড়বড়ে দেওয়ার টপকে পা রাখার চেষ্টা চলছে কাবুল বিমানবন্দরে ৷ তালিবানি শাসনে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে মহিলাদের জন্য ৷ তাঁরা কার্যত প্রমাদ গুনছেন ৷
advertisement
ডিএসডিএমসি বা দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট-এর প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা বলেছেন, হিন্দু ও শিখ সম্প্রদায়ের বহু মানুষ আশ্রয় নিয়েছেন কাবুলের কারতে পরওয়ান গুরুদ্বারে ৷ কাবুলের গুরুদ্বার কমিটির প্রেসিডেন্টের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন বলে জানান মনজিন্দর ৷
তিনি জানিয়েছেন, কাবুলের গুরুদ্বারে আশ্রয় নিয়েছেন ৩২০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷ ‘‘তালিবান নেতারা এই আশ্রয়গ্রহণকারী মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা নিয়েও ৷ ’’ বলেছেন মনজিন্দর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2021 2:24 PM IST