Greece boat tragedy: পাকিস্তানিদের ধরে ধরে ডুবিয়ে মারা হল! গ্রিস নৌকাডুবিতে ৩০০ পাক নাগরিক মৃত
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
এথেন্স: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার দেশজুড়ে শোকদিবস পালনের ডাক দিয়েছেন। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সিরিয়া, মিশর, ফিলিস্তিনি এবং পাকিস্তান থেকে প্রায় ৭৫০ জন পুরুষ, নারী এবং শিশু ওই নৌকায় ছিল। এই ঘটনায় ৫০০ জনেরও বেশি অভিবাসী ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকদিবস পালন করা হবে।
তিনি এর আগে বলেছিলেন, এথেন্সে পাকিস্তানের দূতাবাস উপকূলরক্ষী সাহায্যে ১২ নাগরিককে চিহ্নিত করেছে। গ্রীক কর্তৃপক্ষ জানায়, অভিবাসীরা জোর দিয়েছিল তাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। তবে বেসরকারি সংস্থাগুলো বলছে, তারা সাহায্যের জন্য বেশ কয়েকটি ফোন পেয়েছিল। নৌকাডুবির এই ঘটনাট এই বছরে ঘটে যাওযা সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি।
Greece migrant boat disaster: Pakistan to hold day of mourning after hundreds die in tragedy https://t.co/a8r8Wqt1NM
— Sky News (@SkyNews) June 18, 2023
advertisement
advertisement
পাকিস্তানের ধারণা, ওই জাহাজে সবচেয়ে বেশি পাকিস্তানি নাগরিক ছিলেন। তাদের অধিকাংশ পাকিস্তানের কাশ্মীর এবং গুজরাট অঞ্চল থেকে গেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে। দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে তাদের জেরা করে কী তথ্য মিলেছে, তা এখনো স্পষ্ট নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 11:22 AM IST