মাসুদকে 'গ্লোবাল টেররিস্ট' করতে রাজি পাকিস্তান, কিন্তু পুলওয়ামা নিয়ে চাপাল শর্ত

Last Updated:

ইসলামাবাদের দাবি, মাসুদকে জঙ্গিদের কালো তালিকাভূক্ত করতে পাকিস্তানের কোনও অসুবিধা নেই৷ কিন্তু এই প্রক্রিয়ায় কোনও ভাবেই পুলওয়ামা হামলাকে অন্তর্ভূক্ত করা যাবে না৷

#ইসলামাবাদ: মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকানোর ব্যাপারে রাজি পাকিস্তান৷ কিন্তু শর্তসাপেক্ষ৷ পুলওয়ামা হামলার পরে যখন জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় আনতে রাষ্ট্রসঙ্ঘে প্রবল চাপ দিচ্ছে ভারত, তখন মাসুদকে কালো তালিকা করার ক্ষেত্রে শর্ত আরোপ করে দিল পাকিস্তান৷ ইসলামাবাদের দাবি, মাসুদকে জঙ্গিদের কালো তালিকাভূক্ত করতে পাকিস্তানের কোনও অসুবিধা নেই৷ কিন্তু এই প্রক্রিয়ায় কোনও ভাবেই পুলওয়ামা হামলাকে অন্তর্ভূক্ত করা যাবে না৷
পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের কথায়, 'পুলওয়ামা হামলায় মাসুদ আজহার জড়িত, এরকম একটি প্রমাণ দিক ভারত৷ যদি তা দিতে পারে, আমরা গ্লোবাল টেররিস্ট তালিকা নিয়ে এখনই আলোচনায় বসব৷' তাঁর বক্তব্য, পুলওয়ামা হামলা একেবারে পৃথক একটি বিষয়৷ জম্মু-কাশ্মীরে দেশীয় অভ্যুত্থান একাধিক বার ভারত চেপে মেরে ফেলার চেষ্টা করে এসেছে৷
সম্প্রতি ব্রিটেন জানায়, মাসুদ আজহারকে খুব শীঘ্রই রাষ্ট্রসঙ্ঘ গ্লোবাল টেররিস্ট ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিডেন৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাসুদকে 'গ্লোবাল টেররিস্ট' করতে রাজি পাকিস্তান, কিন্তু পুলওয়ামা নিয়ে চাপাল শর্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement