দিল্লির চাপ! ২ ভারতীয় হাইকমিশন কর্মীকে মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তান

Last Updated:

দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি'অ্যাফেয়ার্স সইদ হায়দার শাহকে ডেকে পাঠায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ভারতের দুই CISF কর্মীকেই মুক্তি দেওয়া হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল৷

#ইসলামাবাদ: সকালে হঠাত্‍ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান দু জন৷ পরে জানা যায় পাকিস্তানে তাঁদের গ্রেফতার করা হয়েছে৷ ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে গ্রেফতার হওয়ার খবর পেয়েই পাকিস্তানের উপর প্রবল ভাবে কূটনৈতিক চাপ শুরু করে দেয় ভারত৷ যার নির্যাস, তড়িঘড়ি ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে মুক্তি দিল পাকিস্তান৷
দুপুরে একটি সূত্র CNN-News18-কে জানায়, প্রথমে সন্দেহ করা হয়েছিল ওই দুই ভারতীয় কর্মীকে তুলে নিয়ে গিয়েছে পাকিস্তানের সিকিউরিটি এজেন্সি৷ দুজনের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ আনার ছক কষছে৷ এ দিকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক হাই কমিশনের দুই কর্মীকে ছাড়াতে সব রকমের কূটনৈতিক চাপ শুরু করে দেয় সকাল থেকেই৷ বিকেলের দিকে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম দাবি করে, একটি 'হিট অ্যান্ড রান' মামলায় দুজনেই অভিযুক্ত থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে৷
advertisement
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি'অ্যাফেয়ার্স সইদ হায়দার শাহকে ডেকে পাঠায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ভারতের দুই CISF কর্মীকেই মুক্তি দেওয়া হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল৷
advertisement
কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের চাপে ইসলামাবাদের কাছে নির্দেশ যায়, অবলিম্বে দুই কর্মীকে মুক্তি দিতে হবে৷ অফিসিয়াল গাড়িতে তাঁদের হাই কমিশনে পৌঁছে দিতে হবে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
দিল্লির চাপ! ২ ভারতীয় হাইকমিশন কর্মীকে মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তান
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement