৩৭০ ধারা খারিজের সিদ্ধান্ত ‘বেআইনি...’, ভারতের সিদ্ধান্তের তীব্র নিন্দায় পাকিস্তান
Last Updated:
#ইসলামাবাদ: কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে ভারত সরকার । অর্থাৎ বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর পাকিস্তান থেকে কী প্রতিক্রিয়া আসে, সেটা জানার সবারই আগ্রহ ছিল ৷ সোমবার ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে পাকিস্তান ৷ পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের এই সিদ্ধান্ত ‘বেআইনি’ ও ‘একতরফা’ ৷ এই সিদ্ধান্তের মোকাবিলার জন্য সবরকম পদেক্ষেপ নেওয়া হবে ৷
পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে ডেকে এই কড়া প্রতিবাদপত্র দিয়েছে পাক সরকার ৷ পাক বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল ৷ ভারত সেখানে ‘একতরফা’ সিদ্ধান্ত নেয় কীভাবে ? ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে কাশ্মীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ‘বেআইনি’ কার্যকলাপের নিন্দাও করেছেন পাক বিদেশসচিব সোহেল মাহমুদ।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 9:04 AM IST