রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গে তুলে হস্তক্ষেপের আর্জি পাকিস্তানের

Last Updated:
#নিউইয়র্ক: কাশ্মীরের উপর যেভাবে ভারত অত্যাচার চালাচ্ছে তা মেনে নেওয়া যায় না ৷ অবিলম্বে কাশ্মীরের জন্য বিশেষ দূত নিয়োগ করা হোক ৷ রাষ্ট্রসঙ্ঘে এমনই দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি ৷
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিতে গিয়ে এমনই ভাষায় ভারতকে আক্রমণ করেন আব্বাসি ৷ তিনি দাবী করেন, কাশ্মীরের জনগণের সংগ্রামকে দমন করতে তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে ভারত ৷ ওই অঞ্চলে অধিকার রক্ষায় কাশ্মীরিদের ন্যায্য সংগ্রামকে দমন করার জন্য ভারত প্রায় সাত লক্ষ সেনা মোতায়েন করেছে। এই অত্যাচার বন্ধে রাষ্ট্রসঙ্ঘের উচিত কাশ্মীরে বিশেষ দূত নিযুক্ত করা ৷
advertisement
এখানেই শেষ নয়, আব্বাসী ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ করে ৷ একইসঙ্গে ভারতের উদ্দেশ্যে তাঁর হুমকি, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত যদি কোনও উসকানিমূলক কাজ চালায় অথবা সীমিত যুদ্ধের চুক্তি ভঙ্গের চেষ্টা করে, তাহলে তার যোগ্য জবাব দেবে পাকিস্তান ৷
advertisement
নিজের বক্তব্যে ১৭বার সাহিদ খাকান আব্বাসি কাশ্মীর প্রসঙ্গের উল্লেখ করেন অবং ১৪ বার ভারতের নাম নিয়েছেন ৷ তাঁর অভিযোগ, ভারতই পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করতে চায় না ৷ তাই জম্মু ও কাশ্মীরের নিজস্ব প্রস্তাবনার বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান করেন আব্বাসি ৷ কাশ্মীরের সমস্যার যথাযথ, শান্তিপূর্ণ এবং দ্রুত সমাধান চান তিনি ৷
advertisement
রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে আব্বাসী কাশ্মীরী মানুষদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বলেন, কাশ্মীরে সাধারণ মানুষদের উপর পেলেট গান ছুঁড়ে হাজার হাজার বাসিন্দা ও শিশুদের অন্ধ করে দিয়েছে ৷ জাতিসঙ্ঘের সামনে ভারতের এই সহিংস কাজের তদন্ত দাবি করে পাকিস্তান ,জম্মু ও কাশ্মীরে তদন্ত কমিশন প্রেরণ করার প্রস্তাব দেন ৷ "মানবাধিকার লঙ্ঘনের দোষারোপকারীদের" শাস্তি যাতে নিশ্চিত করা যায় এবং অত্যাচারিত মানুষগুলি যেন ন্যায়বিচার পায় ।
advertisement
পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসির দাবী, চলতি বছরের জানুয়ারী মাস থেকে সংঘর্ষ বিরতি চুক্তি ৬০০বার লঙ্ঘিত হওয়া সত্ত্বেও সংযম বজায় রেখেছে পাকিস্তান ৷
উল্লেখ্য, আব্বাসীর ভাষণ চলাকালীন নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে বালুচ ও সিন্ধি স্বাধীনতা সংগ্রামীরা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছিলেন ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গে তুলে হস্তক্ষেপের আর্জি পাকিস্তানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement