ভারতীয় পাইলট ভেবে নিজেদের দেশের পাইলটকেই বেদম মার দিল পাকিস্তানিরা

ছবিটি সংগৃহীত

ছবিটি সংগৃহীত

কী হয়েছিল? সূত্রের খবর, পাকিস্তানের F-16 বিমানটিকে ভারতীয় সেনা গুলি করে নামায়৷ প্রাণে বাঁচতে ওই বিমানের পাইলট প্যারাশ্যুটে ঝাঁপান৷ সুরক্ষিত ভাবে নামেন পাক অধিকৃত কাশ্মীরের লাম ভ্যালিতে৷৷

  • Last Updated :
  • Share this:

    #ইসলামাবাদ: ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্যারাশ্যুটে নেমেছিলেন পাক পাইলট৷ পাক জনতা ভেবে বসে, এই লোকটি ভারতীয় বায়ুসেনার পাইলট৷ ব্যস, আর যায় কোথায়? বেদম গণপিটুনি৷ নিজেদের দেশের মানুষের কাছেই মার খেলেন পাক পাইলট৷ একেবারে রক্তারক্তি৷

    কী হয়েছিল? সূত্রের খবর, পাকিস্তানের F-16 বিমানটিকে ভারতীয় সেনা গুলি করে নামায়৷ প্রাণে বাঁচতে ওই বিমানের পাইলট প্যারাশ্যুটে ঝাঁপান৷ সুরক্ষিত ভাবে নামেন পাক অধিকৃত কাশ্মীরের লাম ভ্যালিতে৷৷ ভেবেছিলেন, এ যাত্রায় দিব্য বেঁচে গেলেন৷ কিন্তু কপালে মারই লেখা হয়তো লেখা ছিল ওই পাইলটের৷ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভেবে বসেন, এটা ভারতীয় পাইলট৷ শুরু করে দেয় গণপিটুনি৷

    গত বুধবার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের প্লেন থেকে ছোড়া গুলিতে ভেঙে পড়েছিল পাকিস্তানের এফ-১৬ বিমান। তার পাইলট প্যারাশ্যুট নিয়ে লাফিয়ে পড়েন। কিন্তু মাটিতে নামতে তাঁকে ভারতীয় বিমানচালক ভেবে বেদম মারধর করে পাকিস্তানিরাই। পাইলটের পরিচয় জানা যেতে লজ্জায় পড়ে তারা।

    প্লেন থেকে প্যারাশ্যুট নিয়ে লাফ দেওয়ার পরে সেই পাইলট পড়েছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। তিনি স্থানীয় মানুষের মারধোরের চোটে অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

    আরও ভিডিও: সেনার হাতে গুলিবিদ্ধ পাক F-16 বিমান ,অ্যামরাম মিসাইলের ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনল বায়ুসেনা

    First published:

    Tags: F16 fighter jet, India Pakistan Tension, Pakistan Pilot