পাকিস্তানে মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা, সেনা বাহিনীর পাল্টা অভিযানে খতম ৩৯ জঙ্গি
Last Updated:
রাতভর পাল্টা অভিযান চালিয়ে কমপক্ষে ৩৯ জন জঙ্গিকে খতম করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ৷
#ইসলামাবাদ: বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব পাকিস্তানের সিন্ধ প্রদেশ ৷ সেওয়ান অঞ্চলের লাল শাহবাজ মসজিদে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ মৃত্যু হয় কমপক্ষে ৭৫ জনের ৷ আহত হয়েছে দেড়শোরও বেশি মানুষ ৷ হামলার দায় স্বীকার করেছে IS ৷
এরপর রাতভর পাল্টা অভিযান চালিয়ে কমপক্ষে ৩৯ জন জঙ্গিকে খতম করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ৷
মসজিদে সুফি উৎসব ‘ধামাল’ উপলক্ষে জমায়েত হয়েছিলেন বহু মানুষ ৷ এছাড়াও প্রতি বৃহস্পতিবারই ওই মসজিদে বিশেষ প্রার্থনা হয় ৷ বেশি মানুষের থাকার সুযোগ নিয়ে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি ৷ ছাড় পাননি মহিলারাও ৷ মহিলাদের জন্য সংরক্ষিত প্রার্থনা স্থলেও হামলা চালানো হয় ৷
advertisement
advertisement
বিস্ফোরণে জখম হন বহু মানুষ ৷ লাল শাহবাজ মসজিদের আশপাশে কোনও হাসপাতাল নেই ৷ নিকটবর্তী চিকিৎসালয়ের দূরত্ব ৪০-৫০ কিমি ৷ ফলে নূন্যতম চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা আরও বেড়েছে ৷
এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে পাকিস্তান পাঁচটি বড় বড় জঙ্গি হানার সাক্ষী হল ৷ নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্রুদ্ধ সাধারণ মানুষ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2017 8:59 PM IST