‘সুখী’ নয় ভারত ! রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায় পাসমার্কও জুটল না এ দেশের

Last Updated:

এবারও পারল না ভারত ৷ বরং সুখের ব্যাপারে যেন আর একটু পিছিয়ে পড়ল

#নিউইয়র্ক: এবারও পারল না ভারত ৷ বরং সুখের ব্যাপারে যেন আর একটু পিছিয়ে পড়ল অন্যান্য দেশের থেকে ৷ যতই ঝামেলা, অশান্তি, কাশ্মীর থেকে উরি ইস্যু নিয়ে ঝামেলা থাকুক, সুখের ব্যাপারে কিন্তু ভারতকে পিছনেই রেখেছে পাকিস্তান !
রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায় এল এরকমই তথ্য ৷ যেখানে আগেরবারের তুলনায় বিশ্বের সুখী দেশের তালিকায় একেবারে পিছিয়ে পড়ল ভারত ৷ আগেরবার যেখানে ভারত ছিল ১১৮ তে ৷ আর এবার ভারতের স্থান ১২২ ! এর অনেক আগেই রয়েছেন পাকিস্তান (৮০), নেপাল (৯৯), বাংলাদেশ (১১০), ইরাক (১১৭), শ্রীলঙ্কা (১২০) ৷
রাষ্ট্রসংঘের এই তালিকাটি তৈরি হয়েছে, দেশের অর্থনীতি, জনগণের মনস্তত্ত্ব, যৌন অভ্যাস, জীবন-যাপনের উপর গবেষণা করে ৷ গবেষণায় দেখা গিয়েছে, ভারতের বেশিরভাগ মানুষ মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল, অন্যান্য দেশের মানুষের তুলনায় ৷ এমনকী, গবেষণায় উঠে এসেছে ভারতীয়রা অনেক বেশি অবসাদে ভুগছেন অন্যান্য দেশের মানুষদের তুলনায় ৷ তাই আপাতত, রাষ্ট্রসংঘের গবেষণায় ভারত ‘অসুখী’ দেশ ! আর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল নরওয়ে !
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘সুখী’ নয় ভারত ! রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায় পাসমার্কও জুটল না এ দেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement