Pakistan election results: জেলে থেকেই ইমরানের দাপট! সংখ্যাগরিষ্ঠতা পেল না কেউ, পাকিস্তানে জোট সরকার?

Last Updated:

সবথেকে বেশি সংখ্যক আসনে এগিয়ে রয়েছেন নির্দলরাই৷ যাঁদের পিছনের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে৷

ফের প্রধানমন্ত্রী হতে পারবেন নওয়াজ শরিফ? ছবি-এপি
ফের প্রধানমন্ত্রী হতে পারবেন নওয়াজ শরিফ? ছবি-এপি
ইসলামাবাদ: সরকার গঠনের জন্য দেশের সব রাজনৈতিক দলের কাছে সমর্থন চাইলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের যা ফলাফল তাতে একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ৷ যদিও সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন নির্দলরাই৷
নির্বাচনের ফল মোটের উপর স্পষ্ট হয়ে যাওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে নওয়াজ শরিফ বলেন, বার বার নির্বাচন করা সম্ভব নয়৷ দেশের সব প্রতিষ্ঠান, প্রত্যেককে পাকিস্তানকে এই সঙ্কট থেকে বের করে আনার জন্য এগিয়ে আসতে হবে৷
advertisement
advertisement
রাত ৮টা পর্যন্ত ভোট গণনার যে ফল পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী পাকিস্তানের সংসদের ২৬৫টি আসনের মধ্যে নির্দলরা এগিয়ে ছিলেন ৯০টি আসনে৷ নওয়াজ শরিফের দল পিএমএল এগিয়ে ছিল ৬২ আসনে৷ এ ছাড়াও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি এগিয়ে ছিল ৫১টি আসনে৷ এমকিউএম এগিয়ে ছিল ১১টি আসনে৷
তবে সবথেকে বেশি সংখ্যক আসনে এগিয়ে রয়েছেন নির্দলরাই৷ যাঁদের পিছনের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে৷ নওয়াজ শরিফ অবশ্য দাবি করেছেন, নির্বাচনের ফল থেকে স্পষ্ট ভোটের ফলাফলে বৃহত্তম দল হিসেবে জয়ী হয়েছে পিএমএল-ই৷
advertisement
পাকিস্তানের নির্বাচনে কোনও দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ভোটের আগে সমীক্ষাতেই সেই সম্ভাবনা উঠে এসেছিল৷ নির্বাচনকে কেন্দ্র করে অবশ্য তুমুল অশান্তি হয় পাকিস্তানে৷ এমন কি, জঙ্গি হানার ঘটনাও ঘটেছে৷ প্রাণ হারিয়েছেন ২৮ জন৷
ইতিমধ্যেই সরকার গঠনের জন্য নিজের ভাই এবং পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পিপিপি-র আসিফ আলি জারদারি, জেইউআই-এর ফজলুর রহমানের মতো নেতাদের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শেহবাজ শরিফের সঙ্গে আলোচনাও শুরু করেছেন জারদারি৷ শেষ পর্যন্ত পাকিস্তানের মসনদে কে বসেন, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan election results: জেলে থেকেই ইমরানের দাপট! সংখ্যাগরিষ্ঠতা পেল না কেউ, পাকিস্তানে জোট সরকার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement