Pakistan Election Results: হাসতে-হাসতে মসনদে নওয়াজ নাকি অলৌকিক কামব্যাক ইমরানের? ফলের অপেক্ষায় পাকিস্তান

Last Updated:

Pakistan Election Results: এদিন ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় টহলরত পুলিশের একটি দল লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ এবং গুলি বর্ষণে চার পুলিশ কর্মকর্তা নিহত হন।

পাকিস্তানে কী হবে?
পাকিস্তানে কী হবে?
ইসলামাবাদ: চরম রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি হামলা, অর্থনৈতিক সংকটের আবহে নির্বাচন অনুষ্ঠিত হল পাকিস্তানে। ভোটের আগে বুধবারও রক্তে ভেসেছে পাকিস্তান। দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ নির্বাচন হল সেই দেশে। গতকালকের দু’টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
বিচ্ছিন্ন কিছু হামলা ও সংঘাতের মধ্য দিয়ে পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় টহলরত পুলিশের একটি দল লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ এবং গুলি বর্ষণে চার পুলিশ কর্মকর্তা নিহত হন। সেখান থেকে ৪০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীদের হামলায় আরও এক ব্যক্তি নিহত হন।
advertisement
advertisement
বেলুচিস্তান প্রদশের বিভিন্ন এলাকায় ভোট চলাকালে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। যদিও ওইসব হামলার কারণে ভোট গ্রহণে কোনও বিঘ্ন ঘটেনি। হতাহতের কোনও ঘটনাও ঘটেনি বলে জানা গিয়েছে। এদিকে এই নির্বাচনে নওয়াজ শরিফ প্রথম থেকে কিছুটা এগিয়ে বলেও মত সেই দেশের মিডিয়ার।
advertisement
কারণ এই নির্বাচনে নেই ইমরান খান। নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র বিলাওয়াল ভুট্টো জরদারি। এই আবহে নির্বাচনের আগেই যেন ইসলামাবাদ দখলের লড়াইতে অনেকটা এগিয়ে নওয়াজের পিএমএল-এন। দেশ গভীর অর্থনৈতিক সংকটে, লাগামহীনভাবে বাড়ছে মুদ্রাস্ফীতি, সহিংসতা ও কারচুপির আশঙ্কার মধ্যেই পাকিস্তান জুড়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যাতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭ হাজারেরও বেশি প্রার্থী।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Election Results: হাসতে-হাসতে মসনদে নওয়াজ নাকি অলৌকিক কামব্যাক ইমরানের? ফলের অপেক্ষায় পাকিস্তান
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement