রিভিউ পিটিশনের প্রস্তাব খারিজ করেছেন কুলভূষণ যাদব, দাবি পাকিস্তানের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৭ সালের এপ্রিল মাসে পাকিস্তানের একটি মিলিটারি আদালত চরবৃত্তি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়৷
#ইসলামাবাদ: চরবৃত্তির অভিযোগ এবং মৃত্যুদণ্ডের নির্দেশকে পুনর্বিবেচনা করার জন্য নতুন করে আবেদন করতে চান না বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব৷ তার বদলে তিনি প্রাণভিক্ষার আবেদন জানাতে চান৷ বুধবার এমনই দাবি করেছেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল৷
২০১৭ সালের এপ্রিল মাসে পাকিস্তানের একটি মিলিটারি আদালত চরবৃত্তি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়৷ এই নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত৷ আন্তর্জাতিক ন্যায় আদালত পাকিস্তানকে কুলভূষণের মৃত্যুদণ্ডের নির্দেশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়৷ পাশাপাশি ভারতের দাবি মেনে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দেয়৷
advertisement
একটি সাংবাদিক বৈঠকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন, 'গত ১৭ জুন ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এবং শাস্তি পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন দাখিলের সুযোগ দেওয়া হয়৷ কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন৷' তার বদলে কুলভূষণ যাদব প্রাণভিক্ষার আবেদনই করতে চান বলে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে৷
advertisement
advertisement
পাকিস্তানের তরফে আরও দাবি করা হয়েছে, দ্বিতীয়বার ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে তাঁকে দেখা করার সুযোগও দেওয়া হয়েছে৷ কুলভূষণের স্ত্রী এবং বাবাকেও তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷ এ বিষয়ে ভারতকেও সরকারি ভাবে পাকিস্তানের তরফে জানানো হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2020 3:07 PM IST