Pakistan Army Viral Video: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! শরিফ একেবারেই ভদ্র নন, কটাক্ষ সমাজমাধ্যমে

Last Updated:

সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷

ভাইরাল ভিডিও-র দৃশ্য৷
ভাইরাল ভিডিও-র দৃশ্য৷
ভরা সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷ পাক মেজর জেনারেলের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ আর তার পরই পাক সেনা মুখপাত্রের তুমুল সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে৷
সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷ ইমরান খানকে দেশবিরোধী এবং ভারতের নির্দেশে কাজ করার মতো গুরুতর অভিযোগ এনে নতুন করে মামলা করেছে পাকিস্তান সরকার৷ এর পিছনে পাক সেনারই প্রভাবের অভিযোগ উঠেছে৷ তা নিয়েই সেনা মুখপাত্রকে প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷
advertisement
ওই মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজর জেনারেল চৌধুরী বলেন, আরও একটি বিষয় এর সঙ্গে যোগ করুন৷ ইমরান খান একজন মানসিক রোগী৷ আর এই জবাব দেওয়ার আগেই ওই মহিলা সাংবাদিককে তিনি চোখ মারেন বলে অভিযোগ৷ যা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরাও পড়ে যায়৷ এর পরই পাক সেনা কর্তার তুমুল সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমে৷
advertisement
advertisement
শরিফ শব্দটির বাংলা অর্থ ভদ্র৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে একজন কটাক্ষ করে লিখেছেন, নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করেননি পাক সেনার মুখপাত্র৷ অনেকেই ক্ষুব্ধ হয়ে লিখেছেন, পাক সেনাবাহিনীর নীচে নামার নতুন মাপকাঠি তৈরি করলেন আহমেদ শরিফ চৌধুরী৷
গত কয়েকমাসে পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে মাঝেমধ্যেই দেখা যায় যাচ্ছিল আহমেদ শরিফ চৌধুরীকে৷ এমন কি অপারেশন সিঁদুরের সময়ও পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে দেখা যেত এই সেনা কর্তাকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Army Viral Video: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! শরিফ একেবারেই ভদ্র নন, কটাক্ষ সমাজমাধ্যমে
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement