Pakistan Army Viral Video: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! শরিফ একেবারেই ভদ্র নন, কটাক্ষ সমাজমাধ্যমে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷
ভরা সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷ পাক মেজর জেনারেলের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ আর তার পরই পাক সেনা মুখপাত্রের তুমুল সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে৷
সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷ ইমরান খানকে দেশবিরোধী এবং ভারতের নির্দেশে কাজ করার মতো গুরুতর অভিযোগ এনে নতুন করে মামলা করেছে পাকিস্তান সরকার৷ এর পিছনে পাক সেনারই প্রভাবের অভিযোগ উঠেছে৷ তা নিয়েই সেনা মুখপাত্রকে প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷
advertisement
ওই মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজর জেনারেল চৌধুরী বলেন, আরও একটি বিষয় এর সঙ্গে যোগ করুন৷ ইমরান খান একজন মানসিক রোগী৷ আর এই জবাব দেওয়ার আগেই ওই মহিলা সাংবাদিককে তিনি চোখ মারেন বলে অভিযোগ৷ যা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরাও পড়ে যায়৷ এর পরই পাক সেনা কর্তার তুমুল সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমে৷
advertisement
advertisement
শরিফ শব্দটির বাংলা অর্থ ভদ্র৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে একজন কটাক্ষ করে লিখেছেন, নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করেননি পাক সেনার মুখপাত্র৷ অনেকেই ক্ষুব্ধ হয়ে লিখেছেন, পাক সেনাবাহিনীর নীচে নামার নতুন মাপকাঠি তৈরি করলেন আহমেদ শরিফ চৌধুরী৷
গত কয়েকমাসে পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে মাঝেমধ্যেই দেখা যায় যাচ্ছিল আহমেদ শরিফ চৌধুরীকে৷ এমন কি অপারেশন সিঁদুরের সময়ও পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে দেখা যেত এই সেনা কর্তাকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 11:38 PM IST









