#BREAKING: ভয়ঙ্কর ! অধ্যক্ষ ও স্কুল পড়ুয়া-সহ ৮০ জনকে অপহরণ
Last Updated:
#ক্যামেরুন: ক্যামেরুনে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু, অধ্যক্ষসহ ৮০ জনেরও বেশি লোককে অপহরণ করা হয়েছে। তার মধ্যে বেশির ভাগই শিশু বলে দেশটির সরকার এবং সামরিক বাহিনীর সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷
সোমবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলের বেমেন্দা শহরের একটি স্কুল থেকে তাদের অপহরণ করা হয়। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। এছাড়া কারা এ অপহরণ করতে পারে, তারও কোনও সূত্র পাওয়া যায়নি।
তবে মধ্য আফ্রিকার এ দেশটিতে সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয়। তারা দেশটির প্রেসিডেন্ট পোল বিয়ার ফ্রেঞ্চ ভাষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এ প্রতিবাদে তারা কারফিউ জারি করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।
advertisement
advertisement
সংবাদমাধ্যম বলছে, স্কুলের অধ্যক্ষসহ ৮০ জনকে অপহরণ করা হয়েছে। তার মধ্যেই অনেকেই শিশু। ক্যামেরুন সরকারের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটির নজর রাখা হচ্ছে। কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2018 7:21 PM IST