Oscars 2017: স্বপ্নভঙ্গ, দেব পটেলকে টপকে সেরা সহ অভিনেতার অস্কার পেলেন মাহেরশালা আলি

অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ ৷ লায়ন সিনেমার জন্য সেরা সহ অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন দেব পটেল ৷

  • Last Updated :
  • Share this:

    #লস অ্যাঞ্জলেস: অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ ৷ লায়ন সিনেমার জন্য সেরা সহ অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন দেব পটেল ৷ তাঁর হাত ধরেই প্রথম ভারতীয় অভিনেতার অস্কার জয়ের স্বপ্ন দেখছিল ভারত ৷ কিন্তু তাঁকে টপকে সেরা সহ অভিনেতা বিভাগে অস্কার ছিনিয়ে নিয়ে গেলেন মাহেরশালা আলি ৷ স্বপ্নভঙ্গের অস্কারের মঞ্চেই রচিত হল ইতিহাস ৷

    মাহেরশালা আলির জয়ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ ট্রাম্প জমানায় আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রথম কোনও মুসলিম কলাকুশলী অস্কার জিতলেন ৷

    ৮৯ তম অস্কার অনু্ষ্ঠান উপলক্ষে হলিউডের ডলবি থিয়েটারে তারকার মেলা ৷ নিকোল কিডম্যান থেকে আলপাচিনো, প্রিয়াঙ্কা চোপড়া থেকে মেল গিবসন উপস্থিত সকলেই ৷ মনোনয়ন পাওয়া তাবড় তাবড় দেশবিদেশের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা, ডিরেক্টর থেকে সিনেমাটোগ্রাফার সকলে দুরু দুরু বুকে অপেক্ষা করছেন ফলাফলের ৷ সকলের জন্য স্বপ্নের সন্ধ্যা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ যাকে বলা হয়, বিগেস্ট অ্যাওয়ার্ড শো অন আর্থ ফর সিনেমা ৷

    moonlight

    এই সন্ধ্যায় সবথেকে উচ্ছ্বাসের একইসঙ্গে উত্তেজনার আবার একাধারে স্বপ্নভঙ্গের একটিই উক্তি, এ্যান্ড দ্য অস্কার গোজ টু........

    এখনও পর্যন্ত কার কার হাতে উঠল সোনালি মূর্তি, এক নজরে দেখে নেওয়া যাক,

    ‘মুনলাইট’ ছবির জন্য সেরা সহ অভিনেতা হিসেবে অস্কার পেলেন মাহেরশালা আলিসেরা তথ্যচিত্র (ফিচার) ‘মেড ইন আমেরিকা’

    ‘অ্যারাইভাল’ ছবির জন্য সেরা সাউন্ড ডিজাইনিং-এ অস্কার পেলেন সিলভিয়া বেলামেয়ার

    ‘ফেনসেস’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পেলেন ভায়োলা ডেভিস

    সেরা বিদেশি ছবির জন্য অস্কার  পেল ইরানের ছবি ‘সেলসম্যান’

    অ্যানিমেশনে অস্কার স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পাইপার’

    সেরা অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া’

    ভিস্যুয়াল এফেক্টসে সেরা ছবির অস্কার পেল ‘দ্য জঙ্গলবুক’

    ‘হেকস-রিজ’ ছবির জন্য সেরা সম্পাদকের অস্কার পেলেন জন গিলবার্ড

    সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে অস্কার পেল ‘দ্য হোয়াইট হেলমেট’

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফারের অস্কার পেলেন লিনা স্যান্ডগ্রেন

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার পেলেন ড্যামিয়েন চ্যাজেল

    ‘ম্যাঞ্চেস্টার বাই দ্য সি’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন ক্যাসি অ্যাফ্লেক

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রী এমা স্টোন

    সেরা ছবি হিসেবে অস্কার জিতল ‘মুনলাইট’

    First published:

    Tags: Dev Patel, Hollywood, Mahershala Ali, Oscar 2017, Oscar Award, Priyanka Chopra