লাদেনকে মারতে সাহায্য করেছিলেন! জেলে অনশন শুরু সেই পাক ডাক্তারের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
কী ভাবে ওসামাকে মারতে সিআইএ-কে সাহায্য করেছিলেন ওই পাক ডাক্তার?
#ইসলামাবাদ: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে মারতে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-কে সাহায্য করেছিলেন তিনি৷ পাকিস্তানের সেই ডাক্তার এ বার হাজতে শুরু করলেন অনশন৷ ওই ডাক্তারের নাম শাকিল আফ্রিদি৷ তাঁর পরিবার জানিয়েছে, হাজতে অবিচার ও আমানবিক ব্যবহারের বিরুদ্ধেই শাকিল অনশন শুরু করেছেন৷
শাকিলের ভাই জামিল আফ্রিদির কথায়, 'শাকিল ও তাঁর পরিবারের সঙ্গে দিনের পর দিন অমানবিক আচরণ ও অবিচারের বিরুদ্ধেই অনশন বসেছেন শাকিল৷' পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একটি জেলে বন্দি করে রাখা হয়েছে শাকিলকে৷

advertisement
কী ভাবে ওসামাকে মারতে সিআইএ-কে সাহায্য করেছিলেন ওই পাক ডাক্তার?
advertisement
২০১১ সালে গোপন মিশনে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাড়িতে ঢুকে লাদেনকে নিকেশ করে মার্কিন নেভি সিল৷ রাতের অন্ধকারে গোটা মিশনটি শেষ করে মার্কিন নেভি সিল৷ তারপর লাদেনের দেহ চিহ্নিতকরণের জন্য আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়৷ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয় লাদেনের দেহ৷
লাদেন যে পাকিস্তানে লুকিয়ে রয়েছে, সেই খবর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে৷ লাদেনের গতিবিধি নজর রাখতে অনেক আগে থেকেই পাকিস্তানে ঢুকে পড়ে সিআইএ-র এজেন্টরা৷ তাদের ঢুকতে সাহায্য করেছিলেন চিকিত্সক শাকিল আফ্রিদি৷ তিনি একটি ভুয়ো টিকাকরণ কর্মসূচি চালু করেন পাকিস্তানজুড়ে৷ সেই টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীর বেশেই ঢুকে পড়ে সিআইএ গোয়েন্দারা৷
advertisement
২০১২ সালের মে মাসে শাকিলকে ৩৩ বছরের কারাবাসের নির্দেশ দেয় পাকিস্তানের আদালত৷ পরে তা কমিয়ে ১০ বছর করা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 4:42 PM IST