Home /News /international /

নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া

নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া

করুণ- মর্মান্তিক পরিণতি

 • Share this:

  #সুদান :  এ কী দশা ৷ পশুদের মধ্যে সিংহকে রাজা বলে মানা হয় ৷ তাদের এই অবস্থা ৷ রবিবার সুদানের রাজধানী খার্তুমের আল কুরেশি চিড়িয়াখানায় সিংহদের যা অবস্থা তা দেখে গোটা বিশ্বের নেটিজেনদের অবস্থা থ ৷ না আছে খাবার না আছে ওষুধপত্র - তাই ফল যা হয়েছে তা আর চোখে দেখা যাচ্ছে না ৷ রবিবার দিন চিড়িয়াখানায় সাধারণ দর্শক, স্বেচ্ছ্বাসেবী সংগঠনের কর্মচারী, থেকে ফটো জার্নালিস্টরা সেই সিংহগুলির ছবি অনলাইনে শেয়ার করার পরেই তুফান উঠেছে ৷ এই সিংহকে যেন সঠিক খাদ্য ও পরিষেবা পায় তার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ তৈরি হয়েছে এক নয়া ক্যাম্পেন #Sudananimalrescue৷ ৷

  পাঁচটি সিংহকে একইসঙ্গে এইভাবে না খেতে পাওয়ার ঘটনায় সকলেই অবাক ৷ প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট হয়েছে ওসমান সালি নামের একটি হ্যান্ডল থেকে ৷ তিনি দাবি করেন এদের একটা ভালো বাসস্থান দেওয়া হক ৷

  পার্কের পক্ষ থেকে আধিকারিক জানানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এই সিংহগুলি নিজেদের ওজনের দুই তৃতীয়াংশ শরীরের ওজন হারিয়েছে ৷ চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে খাবার অধিকাংশ দিনই পাওয়া যায় না ৷ তাঁরা জানিয়েছেন কখনও কখনো নিজেদের টাকা থেকে খাবার কিনে আনেন ৷ তাই দিয়ে এই পশুদের পুরো খাবার যোগাড় করা যায় না ৷

  খার্তুমের এই চিড়িয়াখানা মিউনিসিপ্যালিটির দ্বারা পরিচালিত আর একটা বড় অংশ প্রাইভেট ডোনারদের দানে চলে ৷ এই মুহূ্র্তে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে সুদান ৷ যার জেরে খাবারের দাম প্রচন্ড বেশি, পাশাপাশি বিদেশি মুদ্রার পরিমাণও প্রচন্ড কমে গেছে ৷

  আফ্রিকান  সিংহের সংখ্যা এমনিতেই প্রচন্ড কমে গেছে ৷ ১৯৯৩ থেকে ২০১৪ অবধি  ৪৩ শতাংশ হ্রাস হয়েছে সিংহের সংখ্যা ৷ এখন মাত্র ২০ হাজার আফ্রিকান সিংহ বেঁচে আছে ৷

  আরও দেখুন

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Lion, Sudan, সিংহ, সুদান

  পরবর্তী খবর