নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া

Last Updated:

করুণ- মর্মান্তিক পরিণতি

#সুদান :  এ কী দশা ৷ পশুদের মধ্যে সিংহকে রাজা বলে মানা হয় ৷ তাদের এই অবস্থা ৷ রবিবার সুদানের রাজধানী খার্তুমের আল কুরেশি চিড়িয়াখানায় সিংহদের যা অবস্থা তা দেখে গোটা বিশ্বের নেটিজেনদের অবস্থা থ ৷ না আছে খাবার না আছে ওষুধপত্র - তাই ফল যা হয়েছে তা আর চোখে দেখা যাচ্ছে না ৷ রবিবার দিন চিড়িয়াখানায় সাধারণ দর্শক, স্বেচ্ছ্বাসেবী সংগঠনের কর্মচারী, থেকে ফটো জার্নালিস্টরা সেই সিংহগুলির ছবি অনলাইনে শেয়ার করার পরেই তুফান উঠেছে ৷ এই সিংহকে যেন সঠিক খাদ্য ও পরিষেবা পায় তার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ তৈরি হয়েছে এক নয়া ক্যাম্পেন #Sudananimalrescue৷ ৷
পাঁচটি সিংহকে একইসঙ্গে এইভাবে না খেতে পাওয়ার ঘটনায় সকলেই অবাক ৷ প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট হয়েছে ওসমান সালি নামের একটি হ্যান্ডল থেকে ৷ তিনি দাবি করেন এদের একটা ভালো বাসস্থান দেওয়া হক ৷
advertisement
advertisement
পার্কের পক্ষ থেকে আধিকারিক জানানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এই সিংহগুলি নিজেদের ওজনের দুই তৃতীয়াংশ শরীরের ওজন হারিয়েছে ৷ চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে খাবার অধিকাংশ দিনই পাওয়া যায় না ৷ তাঁরা জানিয়েছেন কখনও কখনো নিজেদের টাকা থেকে খাবার কিনে আনেন ৷ তাই দিয়ে এই পশুদের পুরো খাবার যোগাড় করা যায় না ৷
advertisement
খার্তুমের এই চিড়িয়াখানা মিউনিসিপ্যালিটির দ্বারা পরিচালিত আর একটা বড় অংশ প্রাইভেট ডোনারদের দানে চলে ৷ এই মুহূ্র্তে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে সুদান ৷ যার জেরে খাবারের দাম প্রচন্ড বেশি, পাশাপাশি বিদেশি মুদ্রার পরিমাণও প্রচন্ড কমে গেছে ৷
আফ্রিকান  সিংহের সংখ্যা এমনিতেই প্রচন্ড কমে গেছে ৷ ১৯৯৩ থেকে ২০১৪ অবধি  ৪৩ শতাংশ হ্রাস হয়েছে সিংহের সংখ্যা ৷ এখন মাত্র ২০ হাজার আফ্রিকান সিংহ বেঁচে আছে ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement