Oil Tanker Capsizes: মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার! ওমানের উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ১৩ জন ভারতীয়

Last Updated:

Oil Tanker Capsizes Off Oman: মোট ১৬ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে ৷ যাঁদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে ৷

ওমানের সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার (Photo: PTI)
ওমানের সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার (Photo: PTI)
মাসকট:  বুধবার সকাল সকালই ভয়াবহ দুর্ঘটনার খবর ৷ মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার ৷ ঘটনাটি ঘটেছে ওমানের উপকূলে ৷ মোট ১৬ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে ৷ যাঁদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে ৷ প্রত্যেকেই এখন নিখোঁজ ৷ তাঁদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে সমুদ্রে ৷
ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে  দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল ৷ জলে সেটি পুরোপুরি ডুবে গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তেলের ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রের জলে পড়েছে কী না, এগুলির কোনও তথ্যই এখনও পর্যন্ত জানা যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Oil Tanker Capsizes: মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার! ওমানের উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ১৩ জন ভারতীয়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement