সৌদির চাকা ঘুরল ! মহিলা হিসেবে প্রথম সৌদির ড্রাইভিং লাইসেন্স পেলেন ভারতীয় নার্স

Photo Collected

Photo Collected

প্রথম ভারতীয় মহিলা হিসাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন সারাম্মা থমাস।

  • Last Updated :
  • Share this:

    #কেরল: প্রথম ভারতীয় মহিলা হিসাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন সারাম্মা থমাস। কেরলের বাসিন্দা সারাম্মা সৌদি আরবের কিং আবদুলাজিজ নৌসেনা হাসপাতালে নার্সের কাজ করেন। এতদিন সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।

    সম্প্রতি সেই রীতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারই প্রেক্ষিতে সৌদি ড্রাইভিং লাইসেন্স পেতে চলেছেন সারাম্মা। ভারতে তাঁর ড্রাইভিং লাইসেন্স ছিল। সৌদি আরবেও ড্রাইভিং টেস্টে অংশ নিয়ে পাস করেন তিনি।

    First published:

    Tags: Driving licence, Kerala, Saudi, Women