আর প্লাস্টিকের বোতলে জলপান নয়, এবার আসছে নতুন পদ্ধতি !
Last Updated:
নানা সময়ই চিকিৎসকরা বলতে থাকেন প্লাস্টিকের বোতলে জল শরীরে পক্ষে খুবই খারাপ ৷
#লন্ডন: নানা সময়ই চিকিৎসকরা বলতে থাকেন প্লাস্টিকের বোতলে জল শরীরে পক্ষে খুবই খারাপ ৷ এমনকী, চিকিৎসকরা বলে থাকেন প্লাস্টিকের বোতলে জল খেলে নাকি হতে পারে ক্যানসারের মতো মারণ রোগ ! শুধু রোগই নয়, প্লাসটিক তো নষ্ট করে পরিবেশের ভারসাম্যও ৷ প্রতি বছর প্রচুর সংখ্যক প্লাস্টিক বোতল সমুদ্রে মিশে গিয়ে ক্ষতি করে সমুদ্রে থাকা প্রাণীদেরও ৷
প্লাস্টিকের ব্যাপারে মুশকিল আসান করতে এবার শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ওহো’ ৷ যা কিনা প্লাসটিকের বোতেল জল খাওয়াকে একেবারেই ইতি দিতে চলেছে ৷
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেলেছেন এমন এক জিনিস, যা কিনা মাত দিতে পারে প্লাসটিকের বোতলকে ৷ যার নাম ‘ওহো’ ৷ জলের বড় মাপের বিন্দু মতো দেখতে এই ওহো মুখে পুড়ে ফেললেই জল তেষ্টা গায়েব ৷ এই ওহো নিয়ে যাত্রা করতেও সুবিধা ৷ আর এর ফলে শরীর খারাপের সম্ভাবনাও কম ৷
advertisement
advertisement
তা কী দিয়ে তৈরি এই ওহো ? ওহো-তে রয়েছে সোডিয়াম অ্যালগিনেট দিয়ে তৈরি দু’টি পাতলা পর্দা। সামুদ্রিক ব্রাউন অ্যালগি আর ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয় এই সোডিয়াম অ্যালগিনেট। এই পাতলা পর্দার মধ্যেই থাকে তরল জল। যা কিনা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় ৷ তবে এই ওহো, বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে ৷ শেষ মুহূর্তের পরীক্ষা-নীরিক্ষা নিয়ে ব্যস্ত আছেন ওহো-র গবেষকরা !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2017 5:47 PM IST