কপালে গুলি খাওয়ার ৬ বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা
Last Updated:
মেয়েদের শিক্ষিত করে তোলার পক্ষে মুখ খোলায় তালিবান হামলার শিকার হতে হয়েছিল মালালা ইউসুফজাইকে ৷
#ইসলামাবাদ: মেয়েদের শিক্ষিত করে তোলার পক্ষে মুখ খোলায় তালিবান হামলার শিকার হতে হয়েছিল মালালা ইউসুফজাইকে ৷ হামলায় কপালে এসে বিঁধেছিল তালিবানের বুলেট। এরপর কেটে গিয়েছে প্রায় ৬ বছর ৷ বৃহস্পতিবার প্রায় ছ’বছর পর নিজের দেশে ফিরলেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই ৷
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে জানানো হয় মালালাকে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে দেখা যায় ৷ এরপর কড়া নিরাপত্তায় সঙ্গে তাকে নিয়ে আসা হয় ৷ সূত্রের খবর, চারদিনের সফরে দেশে ফিরেছেন মালালা ৷ তবে সরকার এই বিষয়টি নিয়ে গোপনীয়তা রেখেছে ৷ ফলে মালালার এই সফর নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি ৷
advertisement
বর্তমানে মালালা ব্রিটেনে থাকেন ৷ তালিবানি হামলার পর চিকিৎসার জন্য তাঁকে লন্ডন পাঠিয়ে দেয় পাকিস্তান সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন ৷ মালালা দেশে ফেরায় বহু পাক নাগরিক বেশ খুশি ৷ অন্যদিকে আবার বেশ কিছু কট্টরপন্থী এই সফরকে ভালো চেখে দেখছেন না ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 10:57 AM IST