মৃত্যুশয্যায় চিকিৎসা নয়, চাই প্রিয়জনের পরশ

Last Updated:

চলে গেলেন বারবারা বুশ ৷ সিনিয়ার জর্জ বুশের স্ত্রী, জুনিয়ার জর্জ বুশের মা ৷ স্বামী ও ছেলে দুজনেই ছিলেন মর্কিন রাষ্ট্রনেতা ৷

#হিউস্টন : চলে গেলেন বারবারা বুশ ৷ সিনিয়ার জর্জ বুশের স্ত্রী, জুনিয়ার জর্জ বুশের মা ৷ স্বামী ও ছেলে দুজনেই ছিলেন মর্কিন রাষ্ট্রনেতা ৷ কথাতেই বলে, যে কোন সফল পুরুষের পাশে থাকেন এক মহিলা, যিনি সেই পুরুষের প্রেরণা ৷ বারবারাও তাই ৷ স্বামীর তিরিশ বছরের রাজনৈতিক জীবনের তিনিই ছিলেন ছায়াসঙ্গী ৷
বারবারা ছিলেন ভীষণ বুদ্ধিমতী এবং অবশ্যই স্পষ্টবক্তা ৷ নিজের মতামতের এট গুরুত্ব ছিল তাঁর ৷ তাই তো মৃত্যুশয্যায় বলতে পেরেছেন চিকিৎসা নয়, তাঁর চাই প্রিয়জনদের সাহচর্য ৷ শুধু তাই নয়, তিনি চেয়েছিলেন তাঁর শেষ সময়ের চিকিৎসার খরচ দেওয়া হোক দুঃস্থদের সাহায্যে ৷ ৯২ বছরের বারবারার সিধান্ত নিয়েই এখন চলছে চর্চা ৷
advertisement
মৃত্যুর সময় পাশে থাকুক প্রিয়জনেরা, মৃত্যুর আগে বারবারা বুশের ইচ্ছে মৃত্যুর সময় পাশে থাকুক প্রিয়জনেরা, মৃত্যুর আগে বারবারা বুশের ইচ্ছে
advertisement
মনোবিদ নিলাঞ্জনা ব্যানার্জির মতে, "এমন সিদ্ধান্ত কেবলমাত্র তিনিই নিতে পারেন যিনি অসুস্থ ৷ তার ওপর চাপিয়ে দেওয়া কখনোই নয় ৷ এমন সিদ্ধান্ত তাঁরাই নিতে পারেন যাঁরা পসিটিভ সাইকোলজিকে আপন করে নিতে পেরেছেন ৷ পৃথিবীর ভাল দিকগুলোকে মিসেস বুশ আপন করে নিতে পেরেছিলেন বলেই এমন দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেছেন ৷ এটা ঠিকই, প্রিয়জনদের কাছে থাকাটা সব সময়ই সুখের ৷ মৃত্যর সময় তো বটেই ৷"
advertisement
চিকিৎসক অভ্রজিৎ রায়ের কথায় --
নিঃসন্ধেহে মহৎ চিন্তা ৷ এটা তো ঠিকই বেশি বয়সে উন্নত পরিষেবাও শরীর ঠিকভাবে নিতে পারেনা ৷ সেখানে যদি রোগীর কথা মেনে শরীরকে কষ্ট না দিয়ে বরং পরিবারের সকলে তার পাশে থাকেন তাহলে তো ভালই ৷ তবে রোগীকে এই সিদ্ধান্ত সজ্ঞানে নিতে হবে কোন উকিল এবং মনোবিদের সামনে, না হলে পরে কোন আইনি সমস্যা হতে পারে  ৷
advertisement
বারবারা বুশের শেষ ইচ্ছা নিয়ে এখন নানা মত নানা মহলে ৷ তাঁর মৃত্যু নিয়ে একদিকে যেমন শোকজ্ঞাপন চলছে, তেমনই প্রাক্তণ মার্কিন ফার্স্ট লেডির শেষ ইচ্ছে উস্কে দিচ্ছে নানা প্রশ্ন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত্যুশয্যায় চিকিৎসা নয়, চাই প্রিয়জনের পরশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement