Nirav Modi: জামিন খারিজ, লন্ডনে লক-আপে নীরব মোদি
Last Updated:
আদালতে নীরব মোদি জানিয়েছেন, তিনি ভারতে ফিরতে রাজি নন৷ তার জন্য ৯ দফা কারণ দেখিয়েছেন৷ নীরবের এই আবেদনের উপরেও শুনানি হবে আদালতে৷ মামলার গুরুত্ব বুঝে জামিনের আবেদন খারিজ৷
#লন্ডন: জামিন পেলেন না পিএনবি জালিয়াতির 'হোতা' নীরব মোদি৷ আপাতত পুলিশ হেফাজতে থাকতে হবে নীরবকে৷ ২৯ মার্চ ফের মামলার শুনানি হবে ওয়েস্টমিনস্টার আদালতে৷ শুনানি হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টে৷
আদালতে নীরব মোদি জানিয়েছেন, তিনি ভারতে ফিরতে রাজি নন৷ তার জন্য ৯ দফা কারণ দেখিয়েছেন৷ নীরবের এই আবেদনের উপরেও শুনানি হবে আদালতে৷ মামলার গুরুত্ব বুঝে জামিনের আবেদন খারিজ৷ লন্ডনে গ্রেফতার করা হয়েছে পিএনবি জালিয়াতি কাণ্ডের মাথা হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ বুধবার তাঁকে গ্রেফতার করা হয়৷
ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নীরব মোদিকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে ইডি৷ সোমবারের সেই আবেদনের পরেই নীরব মোদিকে গ্রেফতার করা হল৷ ৪৮ বছরের নীরব মোদি যাতে আদালতে জামিন না পান, তাই তার আগেই প্রত্যর্পণের আবেদনের শুনানি শুরু করতে চাইছে ইডি৷
advertisement
advertisement
লন্ডনের রাস্তায় তাঁর মুখোমুখি CNN-News18-এর সাংবাদিক। ইতিমধ্যেই নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লন্ডনের আদালত। ইডি-র আবেদনের ভিত্তিতেই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।
ভারতে ব্যাঙ্ক জালিয়াতির মামলায় ২৫ মার্চের আগেই নীরবকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ভারতের হাতে প্রত্যার্পণের সম্ভাবনাও রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এ নিয়ে সরাসরি নীরবকেই প্রশ্ন করেন সিএনএন নিউজ 18-এর সাংবাদিক। কিন্তু তার কোনও জবাব দেননি ১৩ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব।
advertisement
আরও ভিডিও: দেখুন লন্ডনের রাস্তায় নীরব মোদিকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2019 6:55 PM IST