Niagara Falls: তেরঙায় আলোকিত নায়াগ্রা জলপ্রপাত, করোনা আক্রান্ত ভারতের পাশে থাকার বার্তা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
নায়াগ্রা পার্কস-এর পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই অসাধারণ ছবি পোস্ট করা হয়।
#ওন্টারিও: ভারতের জন্য চিন্তিত গোটা বিশ্ব। ভারতের পাশে গোটা বিশ্ব। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা গোটা দেশের। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের আকাল পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে। এই অসহায় অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, মহামারীর জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। এমনকী দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাও যেন আরও একবার প্রকট হয়ে উঠল। গত ২৪ ঘণ্টায় চার লাখের বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে গোটা দেশে। এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসবে ভারত! কীভাবে এমন ভয়াবহ মহামারী সামাল দেবে দেশ! এসব প্রশ্নের উত্তর এখন কারও জানা নেই। তবে হাতে হাত ধরে রাখলে, পরস্পরের পাশে থাকার চেষ্টা করলে এই দুঃসময় হয়তো কেটে যাবে।
India is currently facing a surge in cases and losses of life resulting from COVID-19. In a display of solidarity and hope for India, Niagara Falls will be illuminated tonight from 9:30 to 10pm in orange, white and green, the colours of the flag of India. #StayStrongIndia pic.twitter.com/o0IIxxnCrk
— Niagara Parks (@NiagaraParks) April 28, 2021
advertisement
advertisement
ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে আমেরিকা। আর এবার কানাডাও এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিল। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তেরঙায় আলোকিত হয়ে উঠল নয়াগ্রা জলপ্রপাত। কোভিডে জেরবার ভারতের পাশে থাকার বার্তা এভাবেই দিল তারা। নায়াগ্রা জলপ্রপাতের যে অংশ কানাডার আওতায় পড়ে সেখানকার পর্যটন বিভাগ সবার আগে তেরঙা আলোকিত জলপ্রপাতের ছবি সামনে আনে। নায়াগ্রা পার্কস-এর পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই অসাধারণ ছবি পোস্ট করা হয়। কানাডা ও আমেরিকার মধ্যে সীমানা হিসাবে বিবেচিত হয় নায়াগ্রা জলপ্রপাত। পর্যটকদের ভিড় এখানে সারা বছর লেগেই থাকে। গেরুয়া, সাদা এবং সবুজে রাঙা এই জলপ্রপাতের আলোকময় ছবি দেখে নিশ্চয়ই গর্ববোধ করল আপামোর ভারতবাসী। নায়াগ্রা পর্যটন বিভাগকে সোশ্যাল মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বহু ভারতীয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2021 6:03 PM IST