#NewzealandAttack: সোশ্যাল মিডিয়ায় থেকে গুগল সবকিছুতেই দারুণ সতর্কতা, যা হল জেনে নিন

Last Updated:
#সাউথ আইল্যান্ড:  নিউজিল্যান্ড শ্যুট আউট নিয়ে সারা পৃথিবী উত্তাল ৷ যেভাবে মসজিদে ঢুকে হামলাকারীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে সরব সকলেই ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ,বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে  ৪৯ হয়ে গেছে ৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্দ্রা আদ্রেন এই সংখ্যা ঘোষণা করেছেন ৷ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মূল বন্দুকবাজ সে অস্ট্রেলিয়ার নাগরিক এবং দক্ষিণপন্থী উগ্রপন্থী ৷ নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বন্দুকবাজ পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করছিল ৷ বন্দুকবাজ মিলিটারিদের কেমোফ্লাজ পোশাক পরেছিল ৷ তার হাতে ছিল অটোমেটিক রাইফেল যা দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে ৷
এদিকে এই গুলি চালানোর সময় শ্যুটাররা একটাই কথা বলছিল সেটা হল  "Remember lads, subscribe to PewDiePie" অর্থাৎ সকলে মনে রেখো পিউ ডি পাই ফেলিক্স কেজিলবার্গ, যিনি আসলে ইউটাউবার ও কমেডিয়ান ৷ তার সোশ্যাল মিডিয়ায় ৯ কোটি সাবস্ক্রাইবার আছে ৷ যিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন৷ এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পাশে তিনি রয়েছেন ৷
advertisement
Photo- Twitter Photo- Twitter
advertisement
এত বড় ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে সকলেই চমকে উঠেছে ৷ এভাবে একজন অন্য বিখ্যাত ব্যক্তিত্বের নাম নিয়ে গানম্যানরা যেভাবে গুলি চালিয়েছে তা ভয়াবহ ৷
advertisement
শুধু এটুকুই নয় সোশ্যাল মিডিয়ার সাহা়্য্যে গোটা ঘটনার লাইভস্ট্রিম করেছ উগ্রপন্থীরা ৷ তারপরেই এই ভিডিও ফুটেজ লক্ষ লক্ষ শেয়ার হয় গোটা পৃথিবী জুড়ে ৷ গোটা ঘটনার ভয়াবহতা কমাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে শ্যুটারের প্রোফাইল সরিয়ে ফেলা হয়েছে ৷ গুগল , ফেসবুক ,টুইটার সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
আরও দেখুন
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#NewzealandAttack: সোশ্যাল মিডিয়ায় থেকে গুগল সবকিছুতেই দারুণ সতর্কতা, যা হল জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement