'কালা চশমা'য় দেশী ঠুমকা, দেওয়ালির সন্ধ্যায় থানাতেই পুলিশের তুমুল নাচ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
'কালা চশমা'য় দেশী ঠুমকা। পুলিশ অ্যাকাডেমিতে পুলিশি ইউনিফর্মেই হিন্দি 'আইটেম নম্বর' চালিয়ে দেদার নাচ। তুমুল ভাইরাল ভিডিও।
#ওয়েলিংটন: বিদেশের মাটিতে 'কালা চশমা'য় দেশী ঠুমকা। পুলিশ অ্যাকাডেমিতে পুলিশি ইউনিফর্মেই হিন্দি 'আইটেম নম্বর' চালিয়ে দেদার নাচ। তুমুল ভাইরাল ভিডিও। তবে ঘটনাটি এ দেশের নয়। সুদূর নিউ জিল্যান্ডের।
নিউ জিল্যান্ডের ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমিতে ঘটেছে এই ঘটনা। সেখানেই দীপাবলির সন্ধ্যায় আনন্দে মেতে ওঠেন সমাজের সব স্তরের মানুষ। বাদ যাননি সমাজের রক্ষাকর্তারাও। সাধারণ মানুষের সামনেই ২০১৬ সালয়ে মুক্তি পাওয়া ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ব্লকব্লাস্টার হিন্দি সিনেমা 'বার বার দেখো'র 'কালা চশমা', সেই একই বছর মুক্তি পাওয়া কাপুর অ্যান্ড সন্স-র 'কর গেয়ি চুল'-র মতো গানে কোমর দুলিয়েছেন মহিলা এবং পুরুষ পুলিশ আধিকারিক এবং কর্মীরা। আর তা উপভোগ করেছেন শহরের বাসিন্দারা। তাঁদেরই অনেকে সেই নাচের ভিডিও ক্যামেরাবন্দি করেন। তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।
advertisement
#Diwali New Zealand police officers celebrating Diwali at Wellington Police Academy.
Lovely!! #HappyDiwali@nzpolice @IndiainNZ @NZinIndia@MukteshPardeshi @BhavDhillonnz @NZPoliceMedia pic.twitter.com/FeoRJ4N59T — Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) November 18, 2020
advertisement
ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশি পোশাকে পনের জনেরও বেশি পুরুষ এবং মহিলা পুলিশকর্মী এবং আধিকারিকগানের তালে নাচছেন। সেই নাচ উপভোগ করছেন শতাধিক মানুষ। তাঁরাও গানের তালয়ে কোমর দুলিয়ে নিচ্ছেন। বিদেশের মাটিতে পুলিস আধিকারিকদের 'দেশী ঠুমকা' 'দেশী ঝটকা' নজর কেড়েছে নেটাগরিকদের। পুলিশের এই ভিডিও দেখে অনেকেই তাঁদের নাচের তারিফ করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2020 2:07 PM IST
