নিউইয়র্ক: নিউইয়র্কের পাতাল রেলস্টেশনে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় গ্রেফতার এক! ভয়ঙ্কর ওই হামলার ২৪ ঘণ্টারও বেশি সময় পরে, একজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। বুধবার জানিয়েছে মার্কিন মিডিয়া। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন হিসাবে ধৃত ব্যক্তির বয়স ৬২! নাম ফ্রাঙ্ক জেমস। নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার কিচ্যান্ট সেওয়েল জানান, তাঁকে ম্যানহাটনের রাস্তায় দেখেন দুই পুলিশ অফিসার এবং সঙ্গে সঙ্গেই গ্রেফতার করেন। মঙ্গলবার ওই ভিড়ের মধ্যে এলোপাথাড়ি ৩৩ টি গুলি চালায় এই ধৃত ব্যক্তি! পুলিশ জানিয়েছে, এই হামলায় কেউ নিহত হননি।
মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তিকে লক্ষ্য করে চালায় এক দুষ্কৃতী! সানসেট পার্কের ৩৬ তম স্ট্রিট স্টেশনে ব্যাপক ধোঁয়া দেখা দেওয়ার খবর পেয়ে প্রথম শহরের দমকল বিভাগ খটনা স্থলে পৌঁছয়। স্থানীয় সূত্র জানায়, সন্দেহভাজনের পরণে ছিল একটি গ্যাস মাস্ক এবং কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট।
আরও পড়ুন- পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিলেন চিকিৎসকরা! কী হল রোগীর, দেখুন ছবিতে
সংবাদ সংস্থা এএফপি জানায়, এই গুলি চালানোর ঘটনায় ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, যে রক্তাক্ত অবস্থায় স্টেশনের মেঝেতে লুটিয়ে রয়েছেন যাত্রীরা। সাবওয়ের কর্মীরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন- মূল্যবান সরকারি নেকলেস ১৮ কোটি টাকায় বেচে দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, গুলি চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। “@POTUS-কে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গুলি চালানো সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনে যে কোনও সহযোগিতার জন্য মেয়র অ্যাডামস এবং পুলিশ কমিশনার সিওয়েলের সঙ্গে যোগাযোগ করছেন,” ট্যুইটে লিখেছিলেন জেন সাকি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New York City, New York ShootOut