এবার বিয়ারে চলবে গাড়ি, প্রয়োজন নেই পেট্রোলের ! সাড়া জাগানো আবিষ্কারে তোলপাড়
Last Updated:
#লন্ডন: পেট্রোলের দাম আকাশছোঁয়া! গাড়ি চাপার আগেই মনে চেপে বসে হাজারটা চিন্তা! তবে এবার চিন্তা শিকেয় তুলুন! গাড়িতে আর পেট্রোল ভরতে হবে না, অথচ গাড়ি তড়তড়িয়ে চলবে!
প্রশ্ন হল, কীভাবে ? বিয়ারে! শুনতে গল্পকথা মনে হলেও এক্কেবারেই সত্যি! ব্রিটেনের একদল গবেষক গাড়ির জ্বালানি নিয়ে অনেকদিন ধরেই নানা পরীক্ষা নিরীক্ষা করছেন! তাঁদের দাবি,গাড়িতে পেট্রোল ঢাললে তার থেকে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতেই গাড়ি চলে। বিয়ার থেকে তৈরি হয় বিটানল, যা ইথানলের বিকল্প হিসেবে কাজ করে।
গবেষকদের মত, অ্যালকোহলে সাধারণত ইথানল থাকে। সেকারণেই অ্যালকোহল থেকেও সহজেই বিটানল তৈরি করা সম্ভব। তবে পেট্রোলের বিকল্প হিসেবে বিয়ার ব্যবহার করতে গেলে বিয়ারে অনুঘোটক ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2019 9:24 AM IST