Nepal Violence: জ্বলছে গোটা নেপাল! বিছিন্ন সব যোগাযোগ! পর্যটকদের জন্য সেনাবাহিনী জারি করল বিবৃতি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Nepal Violence: অস্থিরতার মধ্যে নেপালের সকল বিমানবন্দর বন্ধ। নিরাপত্তা ঝুঁকির কারণে বুধবার দুপুর পর্যন্ত দেশব্যাপী বিমান চলাচল বন্ধ। সেনাবাহিনী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।
কাঠমান্ডু: অস্থিরতার মধ্যে নেপালের সকল বিমানবন্দর বন্ধ। নিরাপত্তা ঝুঁকির কারণে বুধবার দুপুর পর্যন্ত দেশব্যাপী বিমান চলাচল বন্ধ। সেনাবাহিনী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর-সহ নেপালের সকল বিমানবন্দর বুধবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
নেপাল সেনাবাহিনীর একটি বিবৃতি দিয়ে জানান, ‘বিভিন্ন উদ্দেশ্যে নেপালে থাকা এবং বর্তমান জটিল পরিস্থিতির কারণে আটকা পড়া, উদ্ধার বা অন্য কোনও ধরণের সহায়তার অপেক্ষায় থাকা সকল বিদেশী নাগরিককে নিকটতম নিরাপত্তা সংস্থা বা কাছাকাছি মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও, হোটেল, পর্যটন উদ্যোক্তা, অথবা এই ধরনের বিদেশী নাগরিকদের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকে প্রয়োজনীয় উদ্ধার এবং সহায়তা সমন্বয় এবং সহজতর করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
advertisement
advertisement
বিদেশী পর্যটকদের আশ্বস্তের বার্তা নেপাল প্রশাসনের! বেড়াতে এসে যারা আটকে পড়েছেন, দ্রুত নিকটবর্তী পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ নেপাল প্রতিরক্ষা মন্ত্রকের। অন্যদিকে এক প্রেস বিবৃতিতে নেপাল পর্যটন মন্ত্রক জানিয়েছে, পর্যটনকেন্দ্রগুলি নিরাপদে আছে। ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত তা খোলা হবে।
যোগাযোগের নং ::
TOURIST POLICE HOTLINE :: 1144
NTB HOTLINE :: 9846967180
CRISIS E-MAIL :: crisiscell@ntb.org.np
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 1:02 PM IST