Nepal Protests Update: ফেসবুক- ইউটিউব নিষিদ্ধ, প্রতিবাদে উত্তাল নেপাল! সংসদ ভবনে আগুন, পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ৯

Last Updated:

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য একাধিক সমাজমাধ্যমকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার৷

সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আগুন জ্বলল কাঠমান্ডুতে৷  ছবি- রয়টার্স
সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আগুন জ্বলল কাঠমান্ডুতে৷ ছবি- রয়টার্স
ফেসবুক, ইনস্টাগ্রাম সহ একাধিক সমাজমাধ্যমকে নিষিদ্ধ করার প্রতিবাদে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু৷ পুলিশ জনতা সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন বিক্ষোভকারী৷ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দেশে দুর্নীতিতে ইতি টানার দাবিতেই শুরু হয়েছে প্রবল বিক্ষোভ৷ জনরোষের জেরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নেপালের সংসদ ভবনের একাংশে৷ এ ছাড়াও একাধিক সরকারি দফতরেও ভাঙচুর, আগুন ধরানোর চেষ্টা হয়৷
৯ জন বিক্ষোভকারীর যে মৃত্যু হয়েছে, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে নেপাল পুলিশ৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন৷ এখনও পর্যন্ত মৃত এবং আহতদের পরিচয়ও পাওয়া যায়নি৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য একাধিক সমাজমাধ্যমকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার৷ এরই প্রতিবাদে পথে নেমেছে মানুষ৷ বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে কাঠমান্ডুতে মানুষ ব্যাপক প্রতিবাদ শুরু করেন, যা হিংসাত্মক রূপ নেয়, যার জেরে ৯ জন প্রাণ হারিয়েছেন৷
advertisement
advertisement
দামাক চক এলাকায় পুরসভার একটি অফিসের গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-র কুশপুতুলও পোড়ানো হয়৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার করার পাশাপাশি রবার বুলেটও ছোড়ে পুলিশ৷
গত সপ্তাহেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমগুলিকে নিষিদ্ধ করে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রক৷ নির্দিষ্ট সময়ের মধ্যে নেপাল সরকারের কাছে নথিভুক্তি না করানোয় অভিযোগে এই নির্দেশ জারি করা হয়৷ সরকারের এই সিদ্ধান্তের পক্ষে প্রকাশ্যেই সওয়াল করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি৷ তিনি দাবি করেছিলেন, দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে এবং বেকারত্ব কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও সরকারের এই সিদ্ধান্তকে একেবারেই ভালভাবে নেয়নি যুবসমাজ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Protests Update: ফেসবুক- ইউটিউব নিষিদ্ধ, প্রতিবাদে উত্তাল নেপাল! সংসদ ভবনে আগুন, পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ৯
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement