Nepal Gen Z Protest: হাসপাতালে থিকথিক করছেন আহতরা, মোট ২৮টি হাসপাতালে চলছে চিকিৎসা, নেপালজুড়ে হাহাকার
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সোমবার Gen Z-এর বিক্ষোভে আহতদের বেশিরভাগকে, যাদের চিকিৎসার জন্য জাতীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কাঠমান্ডু: স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সোমবার ও মঙ্গলবার Gen Z-এর নেতৃত্বে বিক্ষোভে ৩০ জন নিহত এবং ১,০৩৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুসারে, ৭১৩ জন আহতকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ৫৫ জন রোগীকে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে এবং ২৫৩ জনকে নতুন করে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিভিল সার্ভিস হাসপাতাল সর্বোচ্চ সংখ্যক রোগীর চিকিৎসা করছে, যাদের মধ্যে ৪৩৬ জন চিকিৎসাধীন, এরপর জাতীয় ট্রমা সেন্টার ১৬১ জন এবং এভারেস্ট হাসপাতাল ১০৯ জন চিকিৎসাধীন। মোট, দেশব্যাপী ২৮টি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে যে রোগীদের ভিড় সামলাতে জরুরি পরিষেবাগুলিকে একত্রিত করা হচ্ছে এবং হাসপাতালগুলিকে সমস্ত রকম ভাবে সতর্ক ও প্রস্তুত থাকার ব্যাপারে জানানো হয়েছে।
advertisement
advertisement
ট্রমা সেন্টারে ভর্তি আহত বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা এখনও গুরুতর, আটজনকে এখনও আইসিইউ’তে রাখা হয়েছে। সোমবার Gen Z-এর বিক্ষোভে আহতদের বেশিরভাগকে, যাদের চিকিৎসার জন্য জাতীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
হাসপাতাল প্রশাসন জানিয়েছে যে দুই রোগীর অবস্থা এখনও সংকটজনক এবং তারা আই সি ইউ’তে চিকিৎসকদের সারাক্ষণ নজরে রয়েছেন। হাসপাতালে বর্তমানে ৫১ জন আহত রোগী রয়েছেন, এর মধ্যে আটজন আই সি ইউ’তে মনিটরিংয়ে আছেন এবং দুজনের স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক, বলে জানিয়েছেন ট্রমা সেন্টারের অধিকর্তা ডাঃ বদ্রি রিজাল।
advertisement
সোমবার নতুন বানেশ্বরে সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেঙে শত শত যুবক এবং বিক্ষোভকারী আহত হন। কাঠমান্ডু এবং দেশের অন্যান্য অংশে ২০ জনের বেশি আহত হয়ে মারা যান। একই দিনে ট্রমা সেন্টারে আটজন বিক্ষোভকারী মারা যান।এরপর আর কোনও আহত মারা যাননি, বলে রিজাল জানিয়েছেন। মোট ১৬১ জন আহতকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আনা হয়েছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 12:03 PM IST