US Election: আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুত প্রার্থীদের জয়জয়কার, ওহিও থেকে প্রথমবার সেনেটর এক ভারতীয় আমেরিকান নীরজ অ্যান্টনি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ওহিও থেকে এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হলেন ৷ ১৯৮৭ সালে নীরজ অ্যান্টনির মা-বাবা ভারত ছেড়ে পাকাপাকিভাবে আমেরিকা চলে আসেন ৷
#ওয়াশিংটন: ২০২০ সালের আমেরিকার নির্বাচনে একের পর এক ভারতীয়-আমেরিকানদের বাজিমাত ৷ রাজা কৃষ্ণমূর্তির পর নজির গড়লেন আরেক ভারতীয় বংশোদ্ভূত নীরজ অ্যান্টনি ৷ ওহিও থেকে সেনেটর নির্বাচিত হয়েছেন তিনি ৷ ওহিও থেকে এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হলেন ৷
ডেমোক্রেটিক প্রার্থী মার্ক ফোগোলকে হারিয়ে এদিন ওহিও থেকে সেনেটর হিসেবে উঠে এলেন নীরজ অ্যান্টনি ৷ জয়ের পর উচ্ছ্বসিত অ্যান্টনি জানিয়েঠেন, ‘আমাকে সমর্থন করার জন্য এবং এত ভালবাসা দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই ৷ বিশেষত তাদের যে সম্প্রদায়ে আমি জন্মেছি, বড় হয়েছি ৷’
১৯৮৭ সালে নীরজ অ্যান্টনির মা-বাবা ভারত ছেড়ে পাকাপাকিভাবে আমেরিকা চলে আসেন ৷ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ২৪ বছরের অ্যান্টনি ২০১৪ সালেই ওহিও-এর প্রতিনিধিসভায় নির্বাচিত হন ৷ তিনি এদিন বলেন, ‘সেনেটর হিসেবে আমি প্রত্যেকদিন কঠোর পরিশ্রম করব যাতে ওহিও-ওর বাসিন্দারা ভাল থাকেন ৷ তাদের প্রত্যেকের নিজের আমেরিকান স্বপ্ন পূরণ হয় ও স্বপ্ন পূরণের সুযোগ যেন প্রত্যেকে পান ৷’
advertisement
advertisement
এদিনের শুরুতেই ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাটিক কংগ্রেস ম্যান রাজা কৃষ্ণমূর্তির জয়ের খবর আসে ৷ তৃতীয় বারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টিটে নির্বাচিত হলেন তিনি ৷ তামিলনাড়ুর দম্পতির সন্তান কৃষ্ণমূর্তি জন্মেছেন দিল্লিতে ৷ বর্তমানে ৪৭ বছর বয়সী কৃষ্ণমূর্তি ২০১৬ সালে প্রথমবারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টিটে নির্বাচিত হয়েছিলেন ৷
রাজা কৃষ্ণমূর্তি ছাড়াও আমি বেরা লড়ছেনক্যালিফোর্নিয়া থেকে, লড়ছেন আরও খান্না। কংগ্রেস ওম্যান প্রমিলা জয়পাল ওয়াশিংটন থেকে তৃতীয় বারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হতে লড়ছেন ওয়াশিংটন প্রদেশ থেকে। এই আসনগুলিতে এখনও পুরোপুরি ফল প্রকাশিত হয়নি। অ্যারিজোনা থেকে লড়ছেন ডক্টর হিরাল তিপিরনেনি, টেক্সাসে জিততে পারলেও রিপাবলিকান পার্টির ট্রয় নেহালসকে ভাল লড়াই দিয়েছেন শ্রী কুলকার্নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2020 3:00 PM IST