এই অর্ধনগ্ন কুস্তিগীররা লড়াইয়ের সময় কী কাণ্ড ঘটলেন দেখুন !

Last Updated:
#লিমা: টিভি শো-তে কুস্তি ৷ না WWE প্রতিযোগিতা নয়, কোনও ‘দঙ্গল’-ও নয় ৷ একটি টিভি শো-তেই মহিলাদের অভিনব এক কুস্তির আয়োজন করা হয়েছিল ৷ অভিনব এই কারণেই, কারণ দুটো সরু তারের উপর ঝুলেই প্রায় অর্ধনগ্ন অবস্থায় কুস্তি লড়ছিলেন দুই প্রতিযোগী ৷ লড়াই কঠিন করার জন্য দুই কুস্তিগীরের উপর অনবরত জলও ঢালা হচ্ছিল ৷ তাই পিছলে পড়ার সম্ভাবনাও ছিল অনেক ৷ পেরুর একটি টিভি রিয়্যালিটি শো-তে এই দুই বিকিনি মডেল অংশ নিয়েছিলেন ৷ দুই বিকিনি মডেলের দড়ির উপর কুস্তি দেখার টিআরপি এমনিতেই বেশি হওয়া উচিৎ ৷ কিন্তু সেটা আরও ভাল হয়ে গেল একটি বিশেষ ঘটনায় ৷ সেটা হল একে অপরকে শেষপর্যন্ত কামড়েই দিলেন এই দুই প্রতিযোগী ! দুই ‘হট’ মডেলের এই কাণ্ডকারখানা দেখে গোটা শো-এর গোটা ইউনিটই অবাক !
লড়াই শুরু হওয়ার পর দড়ি থেকে পড়ে যাওয়ার থেকে নিজেকে বাঁচাতে একে অপরকে ঠেলা দিতে শুরু করে দুই প্রতিযোগী ৷ যে দড়ি থেকে পড়বে, সেই ‘আউট’ ৷ কিন্তু এপর্যন্ত সব ঠিকই ছিল ৷ একজন প্রতিযোগী অপরজনের হাঁটুর প্যাডে কামড় দিতেই অপরজন একেবারে তাঁর প্রতিপক্ষের পশ্চাৎদেশেই কামড় বসিয়ে দেন ! ঘটনাটা যে এমন ঘটবে , কেউ ভাবতেই পারেনি ৷ টিভির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি ৷
advertisement
wrestling-naked-biting-807826
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
এই অর্ধনগ্ন কুস্তিগীররা লড়াইয়ের সময় কী কাণ্ড ঘটলেন দেখুন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement