নাসার নতুন পরীক্ষা, রং বদলাবে আকাশের !

Last Updated:

আকাশের রং যদি নীলের বদলে হয়ে যায় সাতরঙা ! না রামধনু নয়, বরং আকাশে ভেসে বেড়াতে পারে সাত রঙের মেঘ ৷ তাহলে কেমন হতো বলুনত তো?

#ওয়াশিংটন: আকাশের রং যদি নীলের বদলে হয়ে যায় সাতরঙা ! না রামধনু নয়, বরং আকাশে ভেসে বেড়াতে পারে সাত রঙের মেঘ ৷ তাহলে কেমন হতো বলুনত তো?
হ্যাঁ, এরকমই এক পরীক্ষা-নীরিক্ষা শুরু করল নাসা ৷ যা থেকে বদলে যেতে পারে আকাশের রং ৷ নাসা শুরু করতে চলেছে নতুন এক প্রকল্প ৷ যা কিনা কিছু মুহূর্তের জন্য বদলে দিতে পারে আকাশের মেঘের রং ৷ নাসার তৈরি করা একটি রকেট উৎক্ষেপনের সময় তৈরি হবে হরেক রঙের কৃত্রিম মেঘ ৷ এই মেঘ আকাশের কিছুটা এলাকায় ছড়িয়ে পড়বে ৷ আর মেঘ জুড়ে তৈরি হবে নানা রং ৷
advertisement
রবিবার এই রকেট উৎক্ষেপনের চেষ্টা করা হলেও, আবহাওয়া খারাপ থাকার জন্য তা সম্ভব হয়নি ৷ তবে আবহাওয়া ঠিক হলেই এই উৎক্ষেপন হবে শীঘ্রই৷ মূলত আমেরিকার পূর্ব উপকূল থেকেই দেখা যাবে এই রঙিন আকাশ !
advertisement
বিজ্ঞানিরা জানিয়েছেন, এই রকেট থেকে ১০টি কৌটো বেরিয়ে আসবে, যেগুলি থেকে নির্গত হবে ব্যারিয়াম, স্ট্রোনটিয়াম ও কুইপ্রিক অক্সাইডের মতো গ্যাসের বাষ্প। সেখান থেকে উৎপাদিত হবে নীল-সবুজ ও লাল রংয়ের কৃত্রিম মেঘ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নাসার নতুন পরীক্ষা, রং বদলাবে আকাশের !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement