PM Modi to Stop Russia Ukraine War: ট্রাম্প নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন মোদি? চিনে পুতিন সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন বলে ডোনাল্ড ট্রাম্প নিজের ঢাক নিজে পেটালেও অনেক নীরবে সেই একই চেষ্টা করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷
নোবেল শান্তি পুরস্কার জিততে তিনি মরিয়া৷ তাই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধে ইতি টানতেও জোরাল সওয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু নরমে গরমে কোনওভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট৷ উল্টে ট্রাম্পের প্রধান উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, মস্কোর থেকে তেল কিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে রাশিয়াকে সাহায্য করছেন৷
আমেরিকা এই অভিযোগ করলেও গত মাসে দু বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনে শাংহাই কোঅপারেশন সামিটে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের আগেও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রীর৷
ফলে আমেরিকা যে অভিযোগই করুক না কেন, কূটনৈতিক মহলের ধারণা, ভারতের প্রধানমন্ত্রীই পুতিন-জেলেনস্কির সঙ্গে বার বার কথা বলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটানা চলতে থাকা যুদ্ধ শেষ করতে ইতিবাচক পদক্ষেপ করছেন৷
advertisement
advertisement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন বলে ডোনাল্ড ট্রাম্প নিজের ঢাক নিজে পেটালেও অনেক নীরবে সেই একই চেষ্টা করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির এই চেষ্টা বরং অনেক বেশি কার্যকরী এবং ফলপ্রসূ হতে পারে৷
পুতিন এবং জেলেনস্কি- দু জনকেই মোদি বার বার বুঝিয়েছেন, বর্তমান সময়ে যুদ্ধ কোনও ভাবেই সমস্যার সমাধান নয়৷ গত ৮ অগাস্ট পুতিনের সঙ্গে কথা হয় মোদির৷ তখনই রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আর্জি জানান তিনি৷ একই বার্তা নিয়ে ১১ অগাস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বহু চর্চিত বৈঠকে কী হয়েছে, তা জানাতে পুতিন গত ১৮ অগাস্ট ফোন করেন মোদিকে৷ গত ৩০ অগাস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মোদিকে ফোন করে সংঘর্ষবিরতির প্রস্তাব দেন এবং পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি বলেও জানিয়ে দেন৷ যাতে চিনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্টকে সেই বার্তা পৌঁছে দিতে পারেন মোদি৷
advertisement
আজই চিনে পুতিনের সঙ্গে মোদির মুখোমুখি দীর্ঘ আলোচনা হয়েছে৷ তার আগে গাড়িতেও দুই রাষ্ট্রনেতার কথা হয়৷ ডিসেম্বর মাসে পুতিনের ভারত সফরে আসার কথা৷ ফলে ট্রাম্পের মতো নোবেল পুরস্কারের পিছনে না ছুটেই ভারতের প্রধানমন্ত্রী যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা গোটা বিশ্বের সামনেই স্পষ্ট হয়ে গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 7:49 PM IST