'আমার প্লেনের টিকিট কাটতে বাবা গোটা বছরের মাইনে খরচ করেছিলেন,' আবেগপ্রবণ Google সিইও পিচাই

Last Updated:

আজ তাঁর বিরাট বৈভব ও খ্যাতি দেখে যাঁরা ভাবছেন, একেবারে সোনার চামচ মুখে নিয়েই তিনি জন্মেছিলেন, তাঁরা আদতে ভুল৷ কথা হচ্ছে, Google-এর CEO সুন্দর পিচাইয়ের৷

আজ তাঁর বিরাট বৈভব ও খ্যাতি দেখে যাঁরা ভাবছেন, একেবারে সোনার চামচ মুখে নিয়েই তিনি জন্মেছিলেন, তাঁরা আদতে ভুল৷ কথা হচ্ছে, Google-এর CEO সুন্দর পিচাইয়ের৷ স্নাতক ডিগ্রি প্রদানের একটি অনুষ্ঠানে পিচাই জানালেন, কী ভাবে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষস্থানে পৌঁছেছেন৷ ছাত্র-ছাত্রীদের বললেন, 'হাল ছেড়ো না৷ ধৈর্য রাখো৷'
ইউটিউব-এ "Dear Class of 2020" নামক ওই ভার্চুয়াল ইভেন্টে বক্তব্য রাখেন ইনস্পিরেশনাল লিডার, স্পিকার ও সেলেবরা৷ রবিবার সুন্দর পিচাই সদ্য স্নাতক হওয়া ছাত্র-ছাত্রীদের বললেন, 'প্রযুক্তির কিছু বিষয় তোমাদের অবসাদগ্রস্থ করতে পারে ও অধৈর্য করে তুলতে পারে৷ ধৈর্য হারিও না৷ প্রযুক্তির বিপ্লব ঘটবে৷ এমন কিছু তৈরি হবে, যা আমার প্রজন্ম স্বপ্নেও ভাবেনি৷ জলবায়ু পরিবর্তন বা শিক্ষা নিয়ে আমার প্রজন্মের চিন্তা ভাবনা, পরিকল্পনায় হয়তো তোমরা বিরক্ত৷ তবু বলব, ধৈর্য ধরো৷ এমন অগ্রগতি ঘটবে, যা বিশ্বের খুব প্রয়োজন৷'
advertisement
ছাত্রাবস্থায় সুন্দর পিচাই (ছবিটি সংগৃহীত) ছাত্রাবস্থায় সুন্দর পিচাই (ছবিটি সংগৃহীত)
advertisement
পিচাই জানালেন তাঁর কলেজ জীবনের স্ট্রাগল ও মধ্যবিত্ত পরিবারের কিছু স্মৃতি৷ জানালেন, ২৭ বছর আগে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি-তে পড়ার সুযোগ পেয়ে যখন তিনি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যান, সেই সময়ের স্মৃতি৷ তাঁর কথায়, 'আমেরিকা যাওয়ার জন্য আমার প্লেনের টিকিট কাটতে বাবা প্রায় তাঁর গোটা বছরের বেতন খরচ করেছিলেন৷ যাতে আমি স্ট্যান্ডফোর্ডে পড়তে পারি৷ ওটাই ছিল আমার প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা৷ আমেরিকায় খরচ বেশি ছিল৷ বাড়িতে একটা ফোন করতে ১ মিনিটে ২ ডলারের বেশি খরচ হয়ে যেত৷ একটা ব্যাকপ্যাক (পিঠের ব্যাগ) যা দাম ছিল, তত টাকা আমার বাবার মাসে বেতন ছিল৷ যখন আমার বিমান ক্যালিফোর্নিয়ার মাটি ছুঁল, তখন আমি কিছুই জানি না, সামনে কী কী পরিবর্তন হতে চলেছে আমার জীবনে৷ ভাগ্য ছাড়া আমার সঙ্গী ছিল প্রযুক্তির প্রতি অসীম ভালোবাসা ও খোলা মন৷'
advertisement
সুন্দর পিচাই ছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা, সঙ্গীতশিল্পী লেডি গাগা, নোবেলজয়ী মালালা ইউসফজাই৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'আমার প্লেনের টিকিট কাটতে বাবা গোটা বছরের মাইনে খরচ করেছিলেন,' আবেগপ্রবণ Google সিইও পিচাই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement