'আমার প্লেনের টিকিট কাটতে বাবা গোটা বছরের মাইনে খরচ করেছিলেন,' আবেগপ্রবণ Google সিইও পিচাই

Last Updated:

আজ তাঁর বিরাট বৈভব ও খ্যাতি দেখে যাঁরা ভাবছেন, একেবারে সোনার চামচ মুখে নিয়েই তিনি জন্মেছিলেন, তাঁরা আদতে ভুল৷ কথা হচ্ছে, Google-এর CEO সুন্দর পিচাইয়ের৷

আজ তাঁর বিরাট বৈভব ও খ্যাতি দেখে যাঁরা ভাবছেন, একেবারে সোনার চামচ মুখে নিয়েই তিনি জন্মেছিলেন, তাঁরা আদতে ভুল৷ কথা হচ্ছে, Google-এর CEO সুন্দর পিচাইয়ের৷ স্নাতক ডিগ্রি প্রদানের একটি অনুষ্ঠানে পিচাই জানালেন, কী ভাবে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষস্থানে পৌঁছেছেন৷ ছাত্র-ছাত্রীদের বললেন, 'হাল ছেড়ো না৷ ধৈর্য রাখো৷'
ইউটিউব-এ "Dear Class of 2020" নামক ওই ভার্চুয়াল ইভেন্টে বক্তব্য রাখেন ইনস্পিরেশনাল লিডার, স্পিকার ও সেলেবরা৷ রবিবার সুন্দর পিচাই সদ্য স্নাতক হওয়া ছাত্র-ছাত্রীদের বললেন, 'প্রযুক্তির কিছু বিষয় তোমাদের অবসাদগ্রস্থ করতে পারে ও অধৈর্য করে তুলতে পারে৷ ধৈর্য হারিও না৷ প্রযুক্তির বিপ্লব ঘটবে৷ এমন কিছু তৈরি হবে, যা আমার প্রজন্ম স্বপ্নেও ভাবেনি৷ জলবায়ু পরিবর্তন বা শিক্ষা নিয়ে আমার প্রজন্মের চিন্তা ভাবনা, পরিকল্পনায় হয়তো তোমরা বিরক্ত৷ তবু বলব, ধৈর্য ধরো৷ এমন অগ্রগতি ঘটবে, যা বিশ্বের খুব প্রয়োজন৷'
advertisement
ছাত্রাবস্থায় সুন্দর পিচাই (ছবিটি সংগৃহীত) ছাত্রাবস্থায় সুন্দর পিচাই (ছবিটি সংগৃহীত)
advertisement
পিচাই জানালেন তাঁর কলেজ জীবনের স্ট্রাগল ও মধ্যবিত্ত পরিবারের কিছু স্মৃতি৷ জানালেন, ২৭ বছর আগে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি-তে পড়ার সুযোগ পেয়ে যখন তিনি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যান, সেই সময়ের স্মৃতি৷ তাঁর কথায়, 'আমেরিকা যাওয়ার জন্য আমার প্লেনের টিকিট কাটতে বাবা প্রায় তাঁর গোটা বছরের বেতন খরচ করেছিলেন৷ যাতে আমি স্ট্যান্ডফোর্ডে পড়তে পারি৷ ওটাই ছিল আমার প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা৷ আমেরিকায় খরচ বেশি ছিল৷ বাড়িতে একটা ফোন করতে ১ মিনিটে ২ ডলারের বেশি খরচ হয়ে যেত৷ একটা ব্যাকপ্যাক (পিঠের ব্যাগ) যা দাম ছিল, তত টাকা আমার বাবার মাসে বেতন ছিল৷ যখন আমার বিমান ক্যালিফোর্নিয়ার মাটি ছুঁল, তখন আমি কিছুই জানি না, সামনে কী কী পরিবর্তন হতে চলেছে আমার জীবনে৷ ভাগ্য ছাড়া আমার সঙ্গী ছিল প্রযুক্তির প্রতি অসীম ভালোবাসা ও খোলা মন৷'
advertisement
সুন্দর পিচাই ছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা, সঙ্গীতশিল্পী লেডি গাগা, নোবেলজয়ী মালালা ইউসফজাই৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'আমার প্লেনের টিকিট কাটতে বাবা গোটা বছরের মাইনে খরচ করেছিলেন,' আবেগপ্রবণ Google সিইও পিচাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement