পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়ে রেখেছিলেন এতদিন, জানতেই ত্যাজ্য করলেন বাবা

Last Updated:
#ম্যাঞ্চেস্টার: বয়স তখন ৪ কি ৫৷ স্কুলের ক্লকরুমে বন্ধুকে চুমু খাওয়ার সময়ই ছোট্ট মিরিয়াম বুঝতে পেরেছিল মেয়েদেরই সে ভালবাসে৷ বয়স যখন ১৮-১৯ তখন পেয়ে চ্যাটরুমের স্বাধীনতা৷ প্রথমে ছেলে সেজে মেয়েদের সঙ্গে চ্যাট শুরু করলেও পরে লেসবিয়ান পার্টনার খুঁজতে শুরু করেন মিরিয়াম৷ তবে পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়েই রেখেছিলেন তিনি৷
ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মুক্ত বাতাসের সন্ধান পেয়ে যান মিরিয়াম৷ উন্মুক্ত করেন নিজের সেক্সুয়ালিটি৷ আর তখনই সাহস করে মাকে জানিয়েছিলেন৷ কোরান অনুযায়ী সমকামিতা অপরাধ৷ তাই মন থেকে মেনে নিতে না পারলেও মেয়ের জন্য বরাবরই চিন্তিত থাকতেন তিনি৷
photo: facebook photo: facebook
advertisement
মায়ের কাছে খোলাখুলি মনের কথা জানালেও বাবার কাছ থেকে ১০ বছর লুকিয়ে রেখেছিলেন মিরিয়াম৷ উর্দু বা পঞ্জাবিতে সমকামিতা ব্যক্ত করার ভাষাও খুঁজে পাচ্ছিলেন না৷ অবেশেষে মেয়ের সত্যি জানার সঙ্গে সঙ্গেই তাকে ত্যাজ্য করেন বাবা৷
advertisement
ম্যাঞ্চেস্টার থেকে আর কোনও দিনই বাড়ি ফেরেননি মিরিয়াম৷ ২০২০ সালে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ পার্টনারকে৷ ততদিন মনোনিবেশ করতে চান তার তৈরি মুসলিম এলজিবিটি সংগঠনে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়ে রেখেছিলেন এতদিন, জানতেই ত্যাজ্য করলেন বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement