২০০ কিমি দূর থেকেও স্পষ্ট এভারেস্ট! লকডাউনে দূষণ কমে যাওয়ায় এক অভাবনীয় দৃশ্য
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
বলা হয়েছে লকডাউনের প্রভাবে দেশ জুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। ফলে বাতাস হয়েছে হাল্কা ও শুদ্ধ। ফলে সেই পরিষ্কার বাতাসে সহজে দূর দূরান্ত পর্যন্ত চলে যাচ্ছে দৃষ্টি
ক’দিন আগেই জলন্ধরের বাসিন্দারে সকালে উঠে চমকে গিয়েছিলেন ধৌলধর পাহাড় দেখতে পেয়ে। উত্তরপ্রদেশের সাহরানপুর থেকে হিমালয়ের চূড়াও দেখা গিয়েছিল। এবার দেখা মিলল এভারেস্টেরও। আর সেই অপরূপ দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। কিন্তু হঠাৎ করে এতদিন পর কেন এই পাহাড় দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ।
তার কারণও বলা হচ্ছে করোনা ভাইরাস, এবং সেই ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন। বলা হয়েছে লকডাউনের প্রভাবে দেশ জুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। ফলে বাতাস হয়েছে হাল্কা ও শুদ্ধ। ফলে সেই পরিষ্কার বাতাসে সহজে দূর দূরান্ত পর্যন্ত চলে যাচ্ছে দৃষ্টি। কোথাও কোনও ধোঁয়াশা না থাকায় মানুষের চোখ দেখতে পাচ্ছে অনেক দূরের জিনিস। আর সেই কারণেই এমন অনেক শহর থেকে পাহাড়ের দেখা মিলছে, যা আগে কখনও মেলেনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2020 9:24 AM IST