#কাঠমাণ্ডু: কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা গিয়েছে। এবার দেখা গেল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। একেবারে স্পষ্ট। ঝকঝকে, সোনা রংয়ের বরফে মোড়া পাহাড় মাথা উঁচু করে আছে। নেপালের কাঠমাণ্ডু থেকে এভারেস্টের চূড়া দেখত পেলেন সাধারণ মানুষ। অনেক দিন পর এমন এক দৃশ্য দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়েরা। ২০০ কিলোমিটার দূরের এই পাহাড়কে এত স্পষ্ট এর আগে দেখা যায়নি।
ক’দিন আগেই জলন্ধরের বাসিন্দারে সকালে উঠে চমকে গিয়েছিলেন ধৌলধর পাহাড় দেখতে পেয়ে। উত্তরপ্রদেশের সাহরানপুর থেকে হিমালয়ের চূড়াও দেখা গিয়েছিল। এবার দেখা মিলল এভারেস্টেরও। আর সেই অপরূপ দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। কিন্তু হঠাৎ করে এতদিন পর কেন এই পাহাড় দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ।
তার কারণও বলা হচ্ছে করোনা ভাইরাস, এবং সেই ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন। বলা হয়েছে লকডাউনের প্রভাবে দেশ জুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। ফলে বাতাস হয়েছে হাল্কা ও শুদ্ধ। ফলে সেই পরিষ্কার বাতাসে সহজে দূর দূরান্ত পর্যন্ত চলে যাচ্ছে দৃষ্টি। কোথাও কোনও ধোঁয়াশা না থাকায় মানুষের চোখ দেখতে পাচ্ছে অনেক দূরের জিনিস। আর সেই কারণেই এমন অনেক শহর থেকে পাহাড়ের দেখা মিলছে, যা আগে কখনও মেলেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।