Viral: জলে ভর্তি কুমির, শাবক সঙ্গে নিয়ে সিংহির নদী পার, ভাইরাল ভিডিও

Last Updated:

মায়ের কাছে তাঁর সন্তানই সব ৷ আবার অন্যদিকে সন্তানের কাছেই মা গোটা বিশ্ব ৷

#নাইরোবি: মায়ের কাছে তাঁর সন্তানই সব ৷ আবার অন্যদিকে সন্তানের কাছেই মা গোটা বিশ্ব ৷ একথা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই খাটে না, প্রাণী জগতে মা-সন্তানের সম্পর্কের সমীকরণটা সব জায়গাতে একই ৷
সম্প্রতি এরকমই একটি ভিডিও সামনে এল যা দেখে ওপরের প্রত্যেকটি কথা যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে দাঁড়াল ৷
ভিডিওতে দেখা গিয়েছে, কেনিয়ার মাসাইমারার জঙ্গলে, এক সিংহি এক নদী পার হচ্ছে ৷ সঙ্গে তাঁর তিন শাবক ৷ যে নদীটি সিংহি পার হচ্ছে, তা কুমিরের আস্তানা ৷ যখন তখন বিপদ ঘটে যেতে পারে ৷ তাই নদীর জলে বাচ্চাদের নিয়ে হাঁটার পথে চারিদিকে তীক্ষ্ন নজর সিংহির ৷ নিজেকে যেমন একদিকে সামলাচ্ছেন তিনি, অন্যদিকে বাচ্চাদেরও সামলাচ্ছেন ৷
advertisement
advertisement
তবে কপাল জোরে কোনও বিপদের সম্মুখীন হয়নি তারা ৷ নিশ্চিন্তে শাবকদের নিয়ে নদী পার হয়ে গিয়েছে সিংহি ৷
দেখুন সেই ভিডিও---
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: জলে ভর্তি কুমির, শাবক সঙ্গে নিয়ে সিংহির নদী পার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement