China News: অগাস্টে হারিয়ে গিয়েছিল সেপ্টেম্বর, তিন মাস পর খোঁজ মিলল ১৫০০ কিলোমিটার দূরে! আবেগে চোখে জল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রিয় পোষ্যকে খুঁজে পেতে চেষ্টার ত্রুটি রাখেননি গাও৷ পশুদের উদ্ধার কেন্দ্র থেকে শুরু করে অনলাইন পোস্ট, সবই খতিয়ে দেখেন তিনি৷
হারিয়ে যাওয়ার তিন মাস পরে প্রিয় পোষ্যকে খুঁজে পেলেন মালিক৷ তাও আবার বাড়ি থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে খোঁজ মিলল ল্যাবরেডর রিট্রিভার কুকুরের৷ হৃদয় ছুঁয়ে যাওয়া এই ঘটনা ঘটেছে চিনের শ্যাংডং প্রদেশের কিংডাওতে৷
দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, গত ১৩ অগাস্ট কিংডাওয়ের একটি সমুদ্র সৈকত থেকে হারিয়ে সেপ্টেম্বর নামের ওই কুকুরটি৷ সেখান থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে হুনান প্রদেশের চাংসায় সেই সারমেয়টির খোঁজ মিলেছে৷ কুকুরটি নিজেই এতটা পথ পাড়ি দিল, না কি অন্য কোনভাবে সে সেখানে পৌঁছল, তা ভেবেই বিস্মিত সবাই৷
advertisement
পোষ্য কুকুরটি হারিয়ে যাওয়ার পর স্থানীয় একটি বিয়ার উৎসবের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন কুকুরটির মালিক গাও৷ তখন তিনি দেখেন অন্য একটি কুকুর এবং তার মালিকের সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে তার পোষ্য সারমেয় সেপ্টেম্বর৷
advertisement
প্রিয় পোষ্যকে খুঁজে পেতে চেষ্টার ত্রুটি রাখেননি গাও৷ পশুদের উদ্ধার কেন্দ্র থেকে শুরু করে অনলাইন পোস্ট, সবই খতিয়ে দেখেন তিনি৷ কিন্তু সেপ্টেম্বরের খোঁজ মেলেনি৷ ফলে প্রিয় পোষ্যকে খুঁজে পাওয়ার আশাই ছেডে় দেন তিনি৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য হুনান প্রদেশের চাংসা থেকে অবিশ্বাস্য ভাবে সেপ্টেম্বরের খোঁজ মেলে৷ চাংসার রাস্তায় প্রবল বৃষ্টির মধ্যে সেপ্টেম্বরকে একা একা ঘুরতে দেখেন এক মহিলা৷ তিনিই সেপ্টেম্বরকে নিয়ে গিয়ে আশ্রয় দেন৷
সেপ্টেম্বরের ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন ওই মহিলা৷ সেই পোস্টই নজরে পড়ে সেপ্টেম্বরের আসল মালিক গাওয়ের৷ এর পর দু জনের পুনর্মিলনের মুহূর্তটিই ছিল মনে রাখার মতো৷ প্রায় তিন মাস পর গাও-কে দেখে তার কোলে ঝাঁপিয়ে পড়ে সেপ্টেম্বর৷ এমন কি, প্রভুকে খুঁজে পেয়ে কেঁদেও ফেলে সে৷
advertisement
কীভাবে তাঁর প্রিয় পোষ্য এতটা পথ পাড়ি দিল, তা ভেবে অবাক গাও নিজেও৷ তাঁর ধারণা, কোনও পর্যটকই হয়তো সমুদ্র সৈকত থেকে সেপ্টেম্বরকে চুরি করে নিয়ে গিয়ে থাকতে পারেন৷ সেপ্টেম্বরকে এতটা পথ ফিরিয়ে আনতে পশুদের পরিবহণে অভিজ্ঞ একটি সংস্থার সাহায্য নেন তিনি৷
তবে যাই হয়ে থাকুক না কেন, এই তিন মাসে পরিস্থিতির চাপে পড়েই সেপ্টেম্বরের স্বভাবে যে অনেকটা বদল এসেছে, তা নজরে পড়েছে গাওয়ের৷ তিনি জানিয়েছেন, আগে সেপ্টেম্বর খুবই অলস প্রকৃতির কুকুর ছিল৷ কিন্তু গত তিন মাসে বাড়ি ছাড়া হয়ে অনেক সক্রিয় হয়ে উঠেছে সে৷ এমন কি, বাড়ির কাজেও সাহায্য করার জন্য সবসময় মুখিয়ে থাকছে সেপ্টেম্বর৷ হারিয়ে যাওয়া প্রিয় পোষ্যকে এভাবে ফিরে পাওয়ার ঘটনা সমাজমাধ্যমে দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2025 5:07 PM IST

