corona virus btn
corona virus btn
Loading

কভারে বানান ভুল! হ্যারি পটারের বিরল কপির দাম ৭০ হাজার ইউরো

কভারে বানান ভুল! হ্যারি পটারের বিরল কপির দাম ৭০ হাজার ইউরো
photo: News18/Bonhams
  • Share this:
#লন্ডন: বানান ভুল৷ আর সেই জন্যই হ্যারি পটার অ্যান্ড ফিলোসফার'স স্টোন-এর কপি বিক্রি হল ৭০ হাজার ইউরোয়৷ হ্যারি পটারের এই কপি একদম ৫০০টি সংস্করণের একটি৷ এই বইয়ের কভারে Harry Potter and the Philosopher's Stone-এর বানান লেখা হয়েছিল Harry Potter and the Philospher's Stone৷ আর একটি 'o' বাদ পড়াতেই এই বিরল কপির দাম গিয়ে দাঁড়াল ৭০ হাজার ইউরো৷ শুধু এটাই নয়৷ এই বইয়ের রয়েছে আরও একটি বৈশিষ্ট্য৷ লেখকের সিগনেচার পেজে রয়েছে জে কে রাউলিং-এর অরিজিনাল সিগনেচার৷ যেখানে তিনি নিজের পুরো নাম জোয়ান সই করেছেন৷ ১৯৯৭ সালে বইটি প্রথম প্রকাশিত হয়৷ পশ্চিম লন্ডনের নাইটসব্রিজের বনহ্যামস অকশন হাউজে নিলামে বইয়ের দাম উঠেছিল ৬৮ হাজার ইউরো৷ ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রকাশিত হয় হ্যারি পটারের বিভিন্ন ফ্যান্টাসি উপন্যাস সিরিজ লেখেন ব্রিটিশ লেখক জে কে রাউলিং৷ ২০০১ থেকে ২০১১ পর্যন্ত হলিউডে তৈরি হয় একের পর এক সুপারহিট হ্যারি পটার ফিল্ম৷
First published: March 28, 2019, 4:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर