দেহব্যবসা করেই স্ত্রী কোটিপতি ! বিয়ের ৬ বছর পর জানতে পারলেন আমেরিকার নামী চিকিৎসক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Millionaire New York surgeon claims his wife is a prostitute: কোটিপতি চিকিৎসক এবং তাঁর ‘বিউটি কুইন’ স্ত্রীর হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে আমেরিকায়।
নিউ ইয়র্ক: মডেল স্ত্রী-র সৌন্দর্য্যেই ফিদা হয়ে গিয়েছিলেন আমেরিকার নামী চিকিৎসক ৷ দিব্যি সাড়ে ৫ বছর সংসার করার পরেও কখনও বুঝতে পারেননি যে তাঁর স্ত্রী আসলে কী পেশার সঙ্গে যুক্ত ৷ কিন্তু যখন জানতে পারলেন স্ত্রী শুধু মডেলই নন, দেহব্যবসার সঙ্গেও যুক্ত ৷ তখন স্বামীর প্রায় হার্ট অ্যাটাক হওয়ারই জোগাড় !
বিষয়টি জানাজানি হতেই চুপ করে আর বসে থাকেননি আমেরিকার নামী চিকিৎসক হান জো কিম (Han Jo Kim) ৷ স্ত্রী রেজিনা টার্নারকে (Regina Turner) সরাসরি আদালতে নিয়ে গেলেন তিনি ৷ কোটিপতি চিকিৎসক এবং তাঁর ‘বিউটি কুইন’ স্ত্রীর হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে আমেরিকায়।

advertisement
advertisement
বিয়ের পর এই এতগুলো বছরে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন ঝামেলাও কখনও হয়নি ৷ আসলে স্ত্রী-র এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কোনও ধারণাই ছিল না চিকিৎসক কিমের ৷ পড়াশোনার সার্টিফিকেট-সহ রেজিনার অনেক কিছুই নাকি ভুয়ো ! কারণ নিজেকে বিজ্ঞানে স্নাতক বলে দাবি করলেও রেজিনা নাকি স্কুলের গণ্ডিও টপকাতে পারেননি বলে জানা গিয়েছে ৷
advertisement

কিম জানিয়েছেন, অন্য পুরুষের সঙ্গে ফোনে স্ত্রীর যৌন উত্তেজনামূলক মেসেজ দেখেই প্রথমে সন্দেহ হয় তাঁর। পরে সত্যিটা সামনে আসে ৷ আর স্ত্রী-র গ্রাহকরাও কোনও যেমন তেমন ব্যক্তি নন ৷ নিউইয়র্কের ধনী ব্যবসায়ীরাই রেজিনার ‘ক্লায়েন্ট’ বলে জানা গিয়েছে ৷ সুন্দরী রেজিনাকে বিয়ে করার জন্য অনেকেই লাইনে ছিলেন ৷ কিন্তু বাকি সবাইকে পিছনে ফেলে রেজিনাকে বিয়ে করতে সফল হয়েছিলেন চিকিৎসক কিম ৷ কিন্তু সেটাই শেষপর্যন্ত কাল হল তাঁর জীবনে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2021 8:58 AM IST