পেট্রোলের চেয়েও দামি দুধ, দেশের করুণ আর্থিক অবস্থার ছবি প্রকট মহরমে

Last Updated:

বিশ্বাস করতে অসুবিধা হয় এক লিটার দুধের দাম ১৪০ টাকা প্রতি লিটার !!!

#ইসলামাবাদ : করুণ অবস্থা দেশের অর্থনীতির ৷ যা চাহিদা, যোগান তার আদৌ কাছাকাছি নয় আর এরই জেরে মর্হার্ঘ্য জ্বালানি পেট্রোলের থেকেও এক লিটার দুধের দাম বেশি ৷ এই করুণ অবস্থার ছবি এখন সারা বিশ্বের সামনে প্রকট ৷ পাকিস্তানে মহরমের দিন সিন্ধপ্রদেশ ও করাচিতে এক লিটার দুধ বিকিয়েছে ১৪০ টাকায় ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে সরকারের কমিশন দুধের দাম ৯৪ টাকা লিটারে বেঁধে দিয়েছে ৷ কিন্তু তাতই বা কী ৷
পাকিস্তানি টাকা অনুযায়ি দু‘দিন আগে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১৩ টাকা আর ডিজেলের ৯১ টাকা ৷ আর সেখানই দুধ বিক্রি হয়েছে ১৪০ টাকা লিটারে ৷
advertisement
মহরমে যাঁরা অংশ নেয় , রীতি মেনে তাদের দুধ, ফলের রস, ঠান্ডা জল দেন বহু মানুষ ৷ ফলে এই সময় নির্ধারিত সাধারণ দিনগুলির চেয়েও দুধের চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় ৷ আর এরই জেরে বহুগুণ বেশি মূল্যে বিক্রি হয় দুধ ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
পেট্রোলের চেয়েও দামি দুধ, দেশের করুণ আর্থিক অবস্থার ছবি প্রকট মহরমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement