Middle East Heavy Rain Fall: আরবে এ কী কাণ্ড? UAE-তে মুষলধারে বৃষ্টি! বন্যাপরিস্থিতি মরুভূমিতে!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Middle East Heavy Rain Fall: মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে আরবের দেশের বিভিন্ন প্রান্তে। এমনকী ইউএই-তে সরকারী কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করা হয়েছে বলেই জানা গিয়েছে।
দুবাই: প্রবল গরমে পুড়ছে বাংলা-সহ গোটা দেশ। একফোঁটা বৃষ্টির অপেক্ষায় সকলে। চৈত্র মাস থেকেই চাঁদিফাটা রোদ, ভ্যাপসা গরম। বৈশাখের শুরু থেকেই বইছে লু। সুজলা-সুফলা বাংলায় বৃষ্টির দেখা নেই, তবে প্রবল বৃষ্টিতে ভাসছে তপ্ত মরুভূমি আরব। বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি মরুশহরে।
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে আরবের দেশের বিভিন্ন প্রান্তে। এমনকী ইউএই-তে সরকারী কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করা হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
গালফ নিউজের একটি প্রতিবেদনে অনুযায়ী, বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে শারজাহ এবং আল এইনে বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হয়েছে।
Come to Dubai they said
Sunshine and hot weather they said
0 chance of rain they said.
Rugged by Dubai 😂 pic.twitter.com/HUJ5sSoPQH
— Nyx (e/acc) (@NyxNoLimits) April 16, 2024
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু জায়গায় ভারি শিলাবৃষ্টিও হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুবাই এবং আল এইন-সহ বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ছবি ছড়িয়ে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে। একদিকে যখন ভাসছে আরব, তখনই জ্বলছে ভারতের একাধিক শহর। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী তাপপ্রবাহ আরও বাড়বে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে তাপমাত্রার পারদ ৪০ ছুঁয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 8:17 PM IST